More

Social Media

Light
Dark

ব্যাট ভাঙার ইস্যুতে লিটনকে মিসবাহ’র খোঁচা

ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না লিটন দাসের। দ্বি-পাক্ষিক সিরিজ, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ— কোনো মঞ্চেই যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না এ ব্যাটার। 

বিশ্বকাপের আগে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজটা পেয়েছিলেন বিশ্বকাপ প্রস্তুতির দারুণ উপলক্ষ্য হিসেবে। তবে সেখানেও ব্যাট হাতে ব্যর্থতার প্রতিচ্ছবি ফুটে উঠেছিল তাঁর ব্যাটে। শুধু তাই নয়, আউট হওয়ার পর লিটনের চড়া মেজাজের রূপও ধরা পড়েছিল ক্যামেরার চোখে। ড্রেসিং রুমের দিকে চলতে গিয়ে এক সময় রেগে গিয়ে ব্যাটটাই ভেঙে ফেলেন এ ব্যাটার। 

লিটনের সেই ব্যাট ভাঙার ঘটনার এবার উঠে আসলো পাকিস্তানের এক গণমাধ্যমে চলমান বিশ্বকাপ বিষয়ক অনুষ্ঠানে। যে আলাপচারিতায় উপস্থিত ছিলেন ওয়াসিম আকরাম, মিসবাহ উল হক, শোয়েব মালিকরা। মূলত বিশ্বকাপ নিয়ে বিশেষ অনুষ্ঠানে উঠে আসে লিটনের ব্যাট ভাঙার প্রসঙ্গে।

ads

লিটনের এমন মেজাজ হারানোর ব্যাপারে অবশ্য মজার ব্যাখ্যাই দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। তাঁর মতে, বাংলাদেশের ক্রিকেটারদের মেজাজ হারানোর কারণ হিসেবে ঢাকার যানজটই দায়ী। 

মিসবাহর এমন কথার পর আলোচনার টেবিলে রীতিমত হাসির রোল পড়ে। যদিও তার আগে ওয়াসিম আকরাম নিজের পুরনো অভিজ্ঞতা টেনে এনে বলেন, ‘আমি যাদের সঙ্গে খেলেছি, তারা খুব দারুণ মানুষ ছিল। এখনও বাংলাদেশের মানুষ দারুণ। তরুণ খেলোয়াড়েরা মুহূর্তের উত্তেজনায় এমন আচরণ করে ফেলে।’

অবশ্য আলোচনার প্রসঙ্গ শুধু লিটন ইস্যুতেই আটকে থাকেনি। পরবর্তীতে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে তাদের কন্ঠে মিলেছে ভূয়সী প্রশংসা। যেমন শোয়েব মালিক টেনে এনেছিলেন নাজমুল হোসেন শান্তর নাম। সেখানে তিনি বলে ওঠেন, ‘শান্ত নামের এক ব্যাটার এসেছে। তরুণ এই ব্যাটার সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে।’

এ পর্যায়ে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক মিরাজের কথা টেনে ওয়াসিম আকরাম বলেন, ‘বাংলাদেশ দারুণ এক অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসানকে পেয়েছে। গত দুই বছরে সে প্রায় ৭০০ রানের পাশাপাশি ৩৯ উইকেট পেয়েছে। আজকেও ৩ উইকেটের পাশাপাশি সে ফিফটি করেছে। এটা খুবই কার্যকরী পারফরম্যান্স।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link