More

Social Media

Light
Dark

স্ট্রাইক রেট ও রিজওয়ান, একটি দা-কুমড়ার সম্পর্ক

স্ট্রাইক রেট! সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটারদের জন্য যেন এক আতঙ্কের নাম। আর মোহাম্মদ রিজওয়ানের ক্ষেত্রে যেন সেটা আরেকটু বেশি।

তাই তো, পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটারকে স্ট্রাইক রেট বাড়ানোর উপদেশই দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। স্থাণীয় এক গণমাধ্যমকে মিসবাহ তাঁর মতামত জানান।

সেখানে তিনি রিজওয়ানের ব্যাটিংয়ে রান তোলার গতি বিষয়ে মন্তব্য করেন। বড় ইনিংস খেলার সাথে তাঁকে সামঞ্জস্য গতিতে ব্যাটিং করতে হবে। তিনি বলেন, ‘রিজওয়ান ইনিংস লম্বা করার চেষ্টা করছে। তবে তাঁর ব্যাটিং এর গতি একটু ধীর গতির। তাঁকে তার ব্যাটিং এর গতি বৃদ্ধি করতে হবে।’

ads

বিশেষ সাক্ষাতকারে রিজওয়ান তাঁর পারফর্মেন্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি পুরোপুরিভাবে আমার খেলা নিয়ে সন্তুষ্ট নই। হ্যাঁ, এটা সত্য যে দুটো ম্যাচ জয়ের ক্ষেত্রে আমার কিছুটা অবদান রয়েছে। তবে এটাও সত্য যে, আমি আশানুরূপ খেলা খেলতে পারিনি। আমি আমার জন্য যে মানদণ্ড ঠিক করে রেখে ছিলাম , তা পূরণ করতে পারিনি।’

৩১ বছর বয়সী রিজওয়ান, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের নেতৃত্ব দেন। তাঁর রানার আপ হয়ে এই মৌসুম শেষ করেন। তাঁর স্ট্রাইক রেটের জন্য সমালোচনার স্বীকার হন রিজওয়ান। পিএসএল -এর এবারের আসরে রিজওয়ানের মোট রান  ৪০৭।

ম্যাচ প্রতি গড় ৩৩.৯১ আর স্ট্রাইক রেট ১২২.২২ নিয়ে এ আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। তবুও যেন আরো ভাল করার আক্ষেপ পিছু ছাড়ছে না রিজওয়ানকে।তাই ভবিষ্যতে রিজওয়ান নিশ্চয়ই অভিজ্ঞ মিসবাহ’র মুল্যবান উপদেশ আমলে নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link