More

Social Media

Light
Dark

শীর্ষ তিনে বাংলাদেশের দুই

২০২২ সালটা অসাধারণ কাটিয়েছেন মেহেদি হাসান মিরাজ। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। ভারতের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জিতিয়ে হয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়। এরপর উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে স্থান পেয়েছেন অনুমিত ভাবেই। এবার দুর্দান্ত পারফরম্যান্স এর স্বীকৃতি স্বরূপ ওয়ানডের অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষ তিন এ উঠে এলেন মিরাজ।

সময়টা ২০০৯ সাল। বাংলাদেশের কোনো খেলোয়াড় এর আগে যা অর্জন করতে পারেননি সেটিই করে দেখালেন সাকিব আল হাসান। যেকোনো ক্যাটাগরিতে আইসিসি র‍্যাংকিং এ শীর্ষ ওঠা প্রথম খেলোয়াড় ছিলেন সাকিব। প্রায় ১৪ বছর ধরে ওয়ানডেতে আইসিসির শীর্ষ অলরাউন্ডার সাকিব।

এবার মেহেদি হাসান মিরাজ পাল্লা দিচ্ছেন সেই সাকিব আল হাসানের সাথে। দুর্দান্ত বছর কাটানোর পর নতুন বছরের শুরুতেই পেলেন সেই সুখবরটি। আইসিসির ওয়ানডে র‍্যাংকিয়ে অলরাউন্ডারদের মধ্যে তৃতীয় অবস্থানে আছে মেহেদি।

ads

২০২২ সালের শুরু থেকেই পারফর্ম করে এসেছেন মিরাজ। বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মিরাজ।এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবারো খাদের কিনারা থেকে দলকে তুলে এনে আফিফের সাথে অবিস্মরণীয় এক জুটিতে দলকে জেতান মিরাজ

এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাটিতে প্রথম ওয়ানডেতে ইনিংসের শেষদিকে নেমে ক্যামিও ইনিংস খেলার পর বল হাতে চার উইকেট নেন তিনি। প্রথমবারের মত দক্ষিন আফ্রিকার মাটিতে সিরিজ জেতে বাংলাদেশ।

এরপর দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফেরেন এবছরই। খুব একটা খারাপও করেননি তিনি। তবে বছরের শেষের দিকের পারফরম্যান্স আজীবন মনে রাখতে চাইবেন মিরাজ। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রায় অসম্ভবকে সম্ভব করে মোস্তাফিজকে নিয়ে শেষ উইকেটে পঞ্চাশোর্ধ রানে পার্টনারশিপে দলকে জেতান মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে খাদের কিনারায় থাকা দলকে তুলে আনতে করেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। টানা দুই ম্যাচে ম্যাচ সেরা হবার পর হন সিরিজ সেরা খেলোয়াড়ও।

আইসিসি র‍্যাংকিংও দিচ্ছে মিরাজের পারফরম্যান্সের স্বীকৃতি। ২৮৪ রেটং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিন নম্বরে আছেন তিনি। ৩৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। অন্যদিকে ৩১০ রেটিং পয়েন্টে দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের মোহাম্মদ নবি।

এর আগে ২০২১ সালে ওয়ানডের বোলার র‍্যাংকিংয়েও শীর্ষ চার এ উঠে এসেছিলেন মিরাজ। যদিও বর্তমানে বোলারদের র‍্যাংকিংয়ে ১৩ নম্বরে অবস্থান তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link