More

Social Media

Light
Dark

বাবাকে ফাঁকি দিয়ে মুদাসসেরের ছুটে চলা

জাতীয় দলের অনুশীলন মুলতবি ঘোষণা করা হয়েছে আগের দিন। সবার মাঝেই যেন ছুটির আমেজ। উৎকণ্ঠা ঈদ নিয়ে। পরিবারের সাথে ঈদ কাটানোর সুযোগটা তো খুব একটা মেলে না। তাইতো জাতীয় দলের খেলোয়াড়দের উপস্থিতি নেই মিরপুর হোম অব ক্রিকেট।

এরই মাঝে অবশ্য দৌড়ে বেড়ালেন মেহেদী হাসান মিরাজ। তবে পড়নে নেই তার কোন ‘প্র্যাকটিস কিট’। ভৌ-দৌড়ে তিনি ছুটে চললেন তার ছেলেকে ধরতে। ছোট্ট মুদাসসের হাসান ওয়াফিককে নিয়ে মিরাজ এদিন হাজির হয়েছিলেন। দু’জনে মিলে খানিকক্ষণ দাপিয়ে বেড়ালেন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম জুড়ে।

দুরন্ত মুদাসসেরকে ধরে রাখাই যেন দায়। বিশাল সবুজ গালিচায় দুরন্তপনা করে বেড়ানোর বয়সই তো তার এখন। বাবাকে নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় দেখেন এই সবুজের মাঝে দৌড়ে বেড়াতে। সুপ্ত একটা বাসনা নিশ্চয়ই জাগে মুদাসসের মাঝে। সুযোগের তাই সদব্যহবার। পাশেই মাঠকর্মীরা ছিলেন কাজে ব্যস্ত। ছেলে গিয়ে কাজে ব্যঘাত না ঘটায় সেই জন্যে তাকে আটকে রাখার চেষ্টা।

ads

তবে মুদাসসেরের বিরক্তির ছাপ ছিল চোখেমুখে। অবশ্য এদিন শুরুতে ঢুকেই ছেলের এই মাঠ দাপিয়ে বেড়ানো দিনটির স্মৃতি বন্দী করবার জন্যে মুঠোফোন নিয়ে ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু মুদাসসেরে তাতে ছিল না কোন আগ্রহ। তিনি যেন দিগন্ত সমান সবুজের মাঝে হারিয়ে যেতেই করেছেন ছটফট।

বাবা-ছেলের সুন্দরতম একটি দিন। এমন দিনগুলোর জন্যেও হয়ত মাঝেমধ্যে খুব করে প্রয়োজন বিরতি। কিন্তু বিরতি যেন ছুঁয়ে দেখতে পারে না মুশফিকুর রহিমকে। তিনি যেন রীতিমত এক মেশিন। অনবরত নিজেকে ছাপিয়ে যাওয়ার অদম্য প্রেরণা যেন মুশফিকের পিছু ছাড়ে না। তাইতো সবাই যখন বিশ্রামে তখনও অনুশীলন চালিয়ে গেছেন মুশফিকুর রহিম।

ছুটির দিনেও একাই তিনি প্যাড-ব্যাট নিয়ে হোম অব ক্রিকেট। ইনডোরে ঘাম ঝড়িয়েছেন। লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন শেষ করে ইনডোর থেকে ড্রেসিং রুমের দিকে হেঁটে গেছেন বেশ স্বস্তি নিয়ে। যেন নিজের অনুশীলন নিয়ে সন্তুষ্ট। হাসিমাখা মুখেই ঢুকেছেন ড্রেসিং রুমে।

তবে এদিন অবশ্য অনুশীলনে ব্যস্তই ছিলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। সামনের মাসেই ভারত নারী ক্রিকেট দলকে আতিথিয়েতা দেবে টাইগ্রেসরা। তাদের বিরুদ্ধে ঘরের মাঠে ভাল ফলাফলের প্রত্যাশা নিশ্চয়ই রয়েছে নারী ক্রিকেটারদের। তাইতো নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন তারা।

শেষদিনের অনুশীলন শেষে নারীদের প্রধান কোচ হাসান তিলাকারত্নেও শুনিয়েছেন আশার বাণী। দল নিয়ে বেশ সন্তুষ্টিও প্রকাশ করেছেন লংকান এই কিংবদন্তি। আগামী ১ জুলাই থেকে আবারও শুরু হবে নারী দলের অনুশীলন ক্যাম্প।

অন্যদিকে টাইগাররা চলে যাবে চট্টগ্রামে। সেখানে ২ জুলাই থেকে অনুশীলন করবে তামিম ইকবালের দল। আফগানদের বিপক্ষে ৫ জুলাই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে ৯ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারত বধের মিশন শুরু করবে টাইগ্রেসরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link