More

Social Media

Light
Dark

অবশেষে রিয়ালেই পাড়ি জমাচ্ছেন এমবাপ্পে!

কয়েক মৌসুম ধরেই ইউরোপের দল বদলের বাজারে সব থেকে বড় আলোচনার বিষয় এটা। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে কি আদেও রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন? – এই প্রশ্নের জবাবে চলেছে জল্পনা কল্পনা।

ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে এমবাপ্পে নিজেই বলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্নের কথা। তবে প্রতি মৌসুম শেষে গুঞ্জন উঠলেও পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া হয়ে উঠেনি এমবাপ্পের। তবে অবশেষে ২০২৩-২৪ মৌসুম পর পিএসজিকে জানিয়েছেন তিনি৷ তবে পরবর্তীতে কোথায় পাড়ি জমাবেন তা উল্লেখ করেননি এমবাপ্পে।

তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো যিনি ফুটবলের দলবদলের খবরের জন্য বিখ্যাত সদ্য তার ফেসবুক পেইজে এমবাপ্পের রিয়ালে আসা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে তিনি বলেন পরবর্তী সপ্তাহের মাঝেই এমবাপ্পের রিয়ালে আসার ঘটনা প্রকাশ করবে দলটি।

ads

পিএসজিকে বিদায়ের পর এটি অনুমেয় ছিল যে রিয়াল মাদ্রিদেই যোগ দিবেন এমবাপ্পে। সম্প্রতি বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে নিজেরদের ১৫তম চ্যাম্পিয়নস লীগ ট্রফি ঘরে তুলেছেন রিয়াল মাদ্রিদ।

পিএসজির হয়ে দীর্ঘ সাত বছর খেলেও ক্লাব ফুটবলের সব থেকে মর্যাদাপূর্ণ এই ট্রফির দেখা পাননি এমবাপ্পে। আর গত ১১ বছরে মোট ৬ বার এই ট্রফি নিজেদের ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। তাই তো বিশ্বের সব থেকে বড় এই ক্লাবে যোগ দিতে মরিয়া হয়ে আছেন এমবাপ্পে।

গতো কয়েক মৌসুম ধরেই গুঞ্জন চলছিল এমবাপ্পের রিয়ালে আসা নিয়ে। প্রতি মৌসুম শেষেই রিয়ালের ফ্যানরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছে বিশ্বকাপ জেতা এই ফরাসি খেলোয়াড়ের।

তবে, নানাবিধ কারণে এমবাপ্পের রিয়ালে আসা হয়ে উঠেনি। তবে চলতি মৌসুম শেষে পিএসজিকে বিদায় জানানোর পর অনুমেয় ছিল যে তিনি রিয়াল মাদ্রিদেই পাড়ি জমাবেন। ধারাণা করা হয় সিজন শেষ হওয়ার আগেই রিয়ালের সাথে চুক্তি সম্পন্ন করেন এমবাপ্পে। হয়তো খুব শীঘ্রই সান্তিয়াগো বার্নাবুর মাঠে প্রদর্শন করা হবে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link