More

Social Media

Light
Dark

মেসির পক্ষ নিয়ে পিএসজিকে দুষলেন এমবাপ্পে

লিওনেল মেসির পিএসজি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এ মাসেই। পিএসজি ছেড়ে আর্জেন্টাইন এ বিশ্বকাপজয়ী তারকা যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে টানা দ্বিতীয়বারের মতো বিদায় নেওয়ার পর থেকেই পিএসজির সঙ্গে মেসির সম্পর্কটা ভালো যাচ্ছিল না। চুক্তি নবায়ন নিয়ে তৈরি হয়েছিল নানান মত বিরোধ। তাছাড়া, পিএসজি সমর্থকদের দুয়োধ্বনি তো ছিলই। সব মিলিয়ে তিক্ততায় শেষ হয়েছে মেসির পিএসজি অধ্যায়।

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ জেতার পর ফ্রেঞ্চ এ ক্লাবের সাথে আরো এক বছর চুক্তির ব্যাপারটা তখন অনুমিতই মনে হয়েছিল।

ads

তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। মেসির এমন প্রস্থানে অবশ্য হতাশাই প্রকাশ করেছেন তাঁর পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। তাঁর মতে, আর্জেন্টাইন তারকা পিএসজিতে প্রাপ্য সম্মানটাই পাননি।

সম্প্রতি ইতালির এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রেঞ্চ এ ফুটবল তারকা মেসি প্রসঙ্গে বলেন, ‘মেসির মতো খেলোয়াড়ের আরও অনেক বেশি সম্মান প্রাপ্য ছিল। মেসি পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন—এটা কখনোই ভালো খবর হতে পারে না। আমি বুঝতে পারছি না, মেসি পিএসজি ছাড়ায় অনেকেই বেশ খুশি। মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।’

এই মুহূর্তে সাবেক ক্লাব সতীর্থ হলেও কাতার বিশ্বকাপে এ দুজনই উত্তাপ ছড়িয়েছিলেন লুসাইলের ফাইনালে। মেসি করেছিলেন জোড়া গোল। আর জিওফ হার্স্টের পর বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন এমবাপ্পে।

তবে সে ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৩০ মিনিট পরও ৩-৩ এ সমতায় থাকায় আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে। আর সেই টাইব্রেকারের ভাগ্য-পরীক্ষায় হেরে যায় এমবাপ্পের ফ্রান্স। এর মধ্য দিয়ে ৩৬ বছর বিশ্বকাপ জয়ের স্বাদ নেয় আর্জেন্টিনা। একই সাথে, মেসির সব অপরিপূর্ণতা ঘুচে যায় এ বিশ্বকাপেই।

তবে মেসিকে হারানোর পর এবার এমবাপ্পেকেও হারাতে পারে পিএসজি। গুঞ্জন আছে, আগামী মৌসুমের পরই পিএসজি ছাড়তে পারেন এ ফ্রেঞ্চ তারকা। কারণ আগামী মৌসুম শেষেই পিএসজির সাথে এমবাপ্পের চুক্তি শেষ হবে। তখন ফ্রি ট্রান্সফার হয়ে এমবাপ্পের ক্লাব ছাড়তে আর বাঁধা থাকবে না। কিন্তু ফ্রি ট্রান্সফারে এমবাপ্পেকে ছাড়তে রাজি নয় পিএসজি।

সে ক্ষেত্রে এমবাপ্পেকে আরও এক বছরের জন্য চুক্তি বাড়াতে হবে। নয়তো চলতি দলবদলেই তাঁকে ছেড়ে দিতে চায় পিএসজি। দুই মৌসুম আগেও এমবাপ্পেকে দলে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে খেলার স্বপ্ন আছে এমবাপ্পেরও। তবে এই মহূর্তে এমবাপ্পেকে দলভুক্ত করার দৌড়ে রয়েছে বেশ কিছু ইংলিশ ক্লাব। শোনা যাচ্ছে, এমবাপ্পেকে নিয়ে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুলের মতো ক্লাব।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link