More

Social Media

Light
Dark

প্রধান অতিথি হওয়ার চেয়ে ফুটবল খেলাতেই বেশি আনন্দ মাশরাফির

জাতীয় দলের দূরে তিনি। তবে, খেলোয়াড় পরিচয়টা তাঁর রক্তের সাথে মিশে আছে। ঘরোয়া ক্রিকেট খেলেন এখনও। তবে, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিশেষ ভক্ত ফুটবলের।

জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে নিজের এলাকায় বিভিন্ন অনুষ্ঠানসহ, খেলাধুলাতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে হয় নড়াইল এক্সপ্রেসকে। নিজের নির্বাচনী এলাকা নড়াইলে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মাশরাফি।

তারই ধারাবাহিকতায় নড়াইল জেলা ফুটবল একাদশ ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহন করে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বলেন‘, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার চেয়ে মাঠে নেমে ফুটবল খেলতেই পছন্দ করেন তিনি।
উল্লেখ্য, ম্যাচে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ফুটবল একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন মাশরাফি।

ads

মাশরাফি আরও বলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার মাধে রাখতে চান তিনি। এ ফাউন্ডেশনের মাধ্যমে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে নড়াইলের সাত জন ফুটবলার বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় কোটায় চাকরি পাওয়ায় গর্ববোধ করেন বলেও উল্লেখ করেন মাশরাফি।

গেল রবিবার বিকেলে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোল শুণ্য ড্র হয়।দু’দলকেই বিজয়ী ঘোষনা করা হয়। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কার্তিক দাস।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মুন্নু, মাশরাফির পিতা গোলাম মুর্তজা স্বপন,নড়াইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা,নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল ইসলরাম লিটু,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বপ্নীল শিকদার নীল।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা বর্তমানে নড়াইলে অবস্থান করছেন। নিজ এলাকায় জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এই ব্যস্ততার মধ্যেও খেলার মাঠের প্রতি আকর্ষণ কমেনি তাঁর। রাজনীতির মাঠের ব্যস্ততা খেলার মাঠ থেকে মাশরাফিকে যে বিচ্যুত করতে পারেনি, এটিই যেন তার প্রমাণ।

মাঠে নেমে মাশরাফিকে ফুটবল খেলতে দেখে আনন্দে মেতে ওঠেন স্থানীয়রা।ফুটবল খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরা তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। ভক্তদের বিশ্বাস , খেলার মাঠ থেকে রাজনীতি সব জায়গাতেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন মাশরাফি। ক্রিকেটার হলেও ফুটবল মাশরাফির খুব প্রিয়।

তাইতো স্থানীয় ফুটবল খেলায় নেমে পড়তে দ্বিধা করেননি তিনি। শুধু নিজেকে খেলার সঙ্গে সম্পৃক্ত রেখেই ক্ষান্ত হননি মাশরাফি। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির কাজও করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এজন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে মাশরাফির গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link