More

Social Media

Light
Dark

নেইমারকে নিয়ে সত্যিই আগ্রহী ইউনাইটেড!

চলতি মৌসুম আগেই শেষ হয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের। চোটের কারণে গত ফেব্রুয়ারি থেকেই তিনি রয়েছেন মাঠের বাইরে। তবে আগামী মৌসুম থেকে থেকে নিজ ক্লাব পিএসজি’র হয়ে আর নেইমারকে মাঠে দেখা যাবে কিনা সেই শঙ্কাও দেখা দিয়েছে।

সম্প্রতি পিএসজি ছেড়ে নেইমারের নতুন ক্লাবে যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছে জোরেশোরে। গুঞ্জন আছে, নেইমারের পরবর্তী গন্তব্য নাকি হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো একটি দল। নেইমারকে দলে ভেড়ানোর দৌড়ে এখন পর্যন্ত নিউক্যাসল ইউনাইটেড, চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ডের এই তিনটি ক্লাবের নামই শোনা যাচ্ছে।

তবে স্কাই রিপোর্টস বলছে, চেলসি, নিউক্যাসলের চেয়েও ম্যানইউ বোর্ড নেইমারকে দলে পেতে বেশি আগ্রহী। গত মৌসুমে প্রায় দুইশো মিলিয়নের উপরে খরচ করেও প্রত্যাশিত সফলতা মেলেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। তাই আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের বাজারেও কাড়ি কাড়ি অর্থ নিয়ে প্রস্তুত দলটা।

ads

আর তারই প্রেক্ষিতে, ক্লাবের ফ্রন্টম্যান হিসেবে ম্যানইউ এর পছন্দ নেইমারকে। ফ্রান্সের বেশ কিছু গণমাধ্যম জানাচ্ছে, নেইমারকে কেনার ব্যাপারে পিএসজির সঙ্গে আলাপ শুরু করেছে ইউনাইটেড। একই সঙ্গে নেইমারকে ওল্ড ট্রাফোর্ডে আনার ব্যাপারে আরেক ব্রাজিলিয়ান ম্যানইউ তারকা কাসেমিরো নাকি ডিলটির মধ্যস্তাকারী হিসেবে কাজ করছেন।

নেইমারকে দলে ভেড়ানো হচ্ছে কিনা? এমন প্রশ্নে ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ সরাসরি কোনো উত্তর দেননি, আবার পুরোপুরি অস্বীকারও করেননি। আর এরপর থেকেই নেইমারের ম্যানইউ যাত্রা নিয়ে শুরু হয় তীব্র গুঞ্জন।

এর আগে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার মূল্যে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। চ্যাম্পিয়নস লিগের জন্য পিএসজি ব্রাজিলিয়ান এ ফুটবল তারকাকে দলে ভেড়ালেও সে শিরোপাটা এখন পর্যন্ত অধরাই থেকে গেছে। মাঝে নেইমারকে নিয়ে একবার ফাইনালে উঠলেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্স আপ ফলেই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।

মূলত, চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতার কারণেই নেইমারের সাথে ক্লাবের পথচলার যবনিকাপাত ঘটতে পারে বলে ধারণা করা যাচ্ছে। তাছাড়া বেশ ক’বার পিএসজি সমর্থকদের তোপের মুখে পড়াসহ, সতীর্থ এমবাপ্পের সাথে দ্বন্দ্বে জড়ানোর গুঞ্জনও শোনা গিয়েছে এই মৌসুমেই। সব মিলিয়ে প্যারিসে নেইমারের জন্য পরিস্থিতি হয়ে উঠেছিল ঘোলাটে। আর এমন সব কারণেই তাঁর ক্লাব ছাড়ার সম্ভাবনা প্রবল হয়।

অবশ্য বড় তারকাকে দলে ভিড়িয়ে এক মৌসুম আগেই তিক্ত স্বাদ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউ এর সাথে চুক্তির ২ বছর মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাবের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে দল ছাড়ার ঘোষণা দেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশ্য আগের মৌসুমে দলগত সাফল্য না এলেও রোনালদোর জন্য মৌসুমটা ততটাও খারাপ ছিল না। দলের হয়ে ২৪ টা গোল করেছিলেন।

তারপরও নতুন কোচ হিসেবে রেড ডেভিলদের শিবিরে এরিক টেন হ্যাগের যোগ দেওয়ার পরই রোনালদোর প্লেইং টাইম কমে যায়। বেশিরভাগ ম্যাচেই তাঁর ঠাই হয় সাইডবেঞ্চে। এমতাবস্থায় পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে কোচ, টিম ম্যানেজমেন্ট, বোর্ডকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন রোনালদো। আর এরপরেই এক ধরনের বৈরীতায় শেষ হয় রোনালদোর ম্যানইউ অধ্যায়।

এখন নেইমারকে ওল্ড ট্রাফোর্ডে আনার ক্ষেত্রে ঐ একই প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে। নামে ভারে নেইমার নিঃসন্দেহে বড় তারকা। এখন নেইমার আদৌ কি ম্যানইউ এর ফুটবল সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিতে পারবেন? কারণ টেন হ্যাগ বরাবরই বলেছেন, ক্লাবের প্লেয়িং স্টাইলের সাথে যায়, এমন ফুটবলারই তাঁর দরকার। এ ক্ষেত্রে তিনি বড় তারকাকেও ছাড় দেবেন না।

অবশ্য নেইমারের ম্যানইউ যাত্রার পুরো ব্যাপারটাই এখন পর্যন্ত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। এখনো দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। সবকিছুই হচ্ছে চুপিসারে। আর প্রতি মৌসুমেই নেইমারের দলবদল নিয়ে মুখরোচক খবরে সরব হয় ফুটবল অঙ্গন।

কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, সেই প্রক্রিয়ায় তেমন কোনো অগ্রগতিরই নমুনা দৃশ্যমান হয় না। তাই নেইমারের দলবদল নিয়ে এখন পর্যন্ত কোনো কিছুকেই আনুষ্ঠানিক মোড় দেওয়া যায় না। তবে নেইমার পিএসজি ছাড়লে এখন পর্যন্ত পাওয়া গুঞ্জনে ম্যানচেস্টারের ডেরাতেই নতুন অধ্যায় শুরু হতে পারে এ ফুটবলারের।

 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link