More

Social Media

Light
Dark

‘র‍্যাংকিংয়ের থেকেও ভালো দল আমরা’

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে মাত্র ১২৮ রানের লক্ষ্য দিয়েও দশ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বারের মত কোন ফরম্যাটে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন র‍্যাংকিংয়ের থেকেও টি-টোয়েন্টিতে ভালো দল বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান এখন দশ নম্বরে। বাংলাদেশের আগে রয়েছে আফগানিস্তানও। মাহমুদউল্লাহ জানিয়েছেন টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও এর থেকে ভালো দল বাংলাদেশ, ‘আমরা জিম্বাবুয়েতে একটি আড্ডায় বলেছিলাম যে আমরা টি-টোয়েন্টিতে ভারসাম্যপূর্ণ দল। র‍্যাংকিংয়ের তুলনায় এগিয়ে রয়েছি আমরা।’

আজকের ম্যাচের হারলেও এক পর্যায়ে জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া। বোলারদের দারুণ বোলিংয়েই ম্যাচে ফেরে বাংলাদেশ। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন সবাই এক সাথে মনোযোগ দিয়েই শ্বাসরুদ্ধকর এই ম্যাচে জয় পেয়েছেন তারা।

ads

বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন ছোট লক্ষ্য দেখেই মাঠে নামার আগে অভিজ্ঞ সাকিব আল হাসানকে সবার সাথে কথা বলতে বলেছিলেন। যেন শুরু থেকেই দ্রুত উইকেট তুলে নিয়ে চাপে রাখা যায় অস্ট্রেলিয়াকে। শুরুতে পরিকল্পনা অনুযায়ী উইকেট না পেলেও শেষের দিকে বোলারদের পারফরম্যান্সে খুশি মাহমুদউল্লাহ।

১৮তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ১ রান দেন মুস্তাফিজুর রহমান। আর ওভারের স্পেলে কোন উইকেট না পেলেও ৯ রান দেন এই পেসার। এছাড়া দারুণ বল করেছেন শরিফুল ইসলাম। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন সাকিব। তাই সবার পারফরম্যান্সেই খুশি বাংলাদেশের অধিনায়ক।

মাহমুদউল্লাহ বলেন, ‘সব বোলারই তাদের কাজটা দারুণ করেছে। আজ রাতে মুস্তাফিজুর ছিল দুর্দান্ত। আমরা জিম্বাবুয়েতে একটি আড্ডা বলেছিলাম আমরা ভারসাম্যপূর্ণ দল আমাদের এগিয়ে যেতে হবে। মাঠে নামার আগে সাকিবকে সবার সাথে কথা বলতে বলেছি। দ্রুত উইকেট তুলে নিয়ে যেন ওদের চাপে ফেলতে পারি।

ব্যাট হাতে দলের বিপর্যয়ে ৫৩ বলে ৫২ রান করেছিলেন মাহমুদউল্লাহ। মন্থর হলেও এই উইকেটে বেশ কার্যকর ছিল ইনিংসটি। শেষ পর্যন্ত এই ইনিংসের কারণেই ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ২৬ রান করেন সাকিব।

মাহমুদউল্লাহ জানিয়েছেন সাকিবের সাথে তার পরিকল্পনাই ছিল লম্বা সময় ব্যাট করা, ‘যখন আমি ও সাকিব ব্যাটিং করছিলাম, তখন আমরা ১৬-১৭ ওভার পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম কারণ আমরা মনে করেছিলাম নতুনদের ব্যাট করার জন্য এখানে সহজ হবে না। আমরা আজ আমাদের কাজে সবাই এক সাথে মনোযোগ দিয়েছি।’

জয়ের পথে থেকেও ম্যাচ হেরে হতাশ অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। ওয়েড মনে করেন শেষের দিকে রানরেট বেড়ে যাওয়াতেই জয়টা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তবে ম্যাচ হারলেও বোলরদের প্রশংসা করেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক।

ওয়েড বলেন, ‘বোলিংটা সত্যিই ভাল হয়েছে, বোলাররা আজ আমাদের খেলায় রেখেছে। ব্যাট হাতে আমরা আমাদের সুযোগটা কাজে লাগাতে পারিনি। এটা খুবই হতাশাজনক। এই উইকেটে শেষের ওভার গুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। যখন এই উইকেটে রানরেট আট পর্যন্ত যায় তখন আরো চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এই উইকেটে ইনিংস শেষ করা কঠিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link