More

Social Media

Light
Dark

রিয়াদের সন্তুষ্টি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম প্রস্তুতি ম্যাচে গতকাল তামিম ইকবাল একাদশকে সহজেই হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রথম ম্যাচের হাফসেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে সিরিজে বাংলাদেশ জয় পাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

গত মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। এই সিরিজ দিয়েই দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা। চলতি মাসের প্রথম সপ্তাহে প্রাথমিক দল ঘোষণার পর ১০ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল অনুষ্ঠিত হয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচ।

প্রথম প্রস্তুতি ম্যাচে দুই দলের বোলাররাই ভালো বল করেছেন। হাসান মাহমুদের সাথে বল হাতে ভালো করেছেন আলআমিন ও শরিফুল ইসলামও। এছাড়া নিজেদের চেনা ছন্দে ছিলেন মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ও মেহেদী হাসান। মাহমুদউল্লাহ জানিয়েছেন সব মিলিয়ে প্রস্তুতি ভালোই হয়েছে।

ads

রিয়াদ বলেন, ‘সব মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। দুই দলের বোলাররাই খুব ভালো বোলিং করেছে। শুরুর দিকে উইকেটে কিছুটা মুভমেন্ট ছিল। নতুন বলে আমাদের বোলাররা ভালো এরিয়ায় বল করেছে। দ্রুত কয়েকটি উইকেট আমরা নিয়েছিলাম। এজন্য তারা (প্রতিপক্ষ তামিম একাদশ) হয়ত কিছুটা চাপে ছিল। দ্বিতীয়ার্ধে উইকেট ব্যাটিংয়ের জন্য কিছুটা ভালো হয়েছে। সবকিছু মিলিয়ে প্রস্তুতি ভালোই হল। দুই দলের বোলাররাই ভালো করেছে, আজ বোলারদের দিন ছিল।’

বোলাররা ভালো করলেও ব্যাট হাতে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া অর্ধশতক পাননি কোন ব্যাটসম্যানই। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাহমুদউল্লাহ করেন ৬৪ বলে অপরাজিত ৫১ রান। নাঈম শেখের ব্যাট থেকে আসে ৪৩ রান ও আফিফ হোসেন করেন ৩৫ রান। এরপরেও প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলের সিনিয়র ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, ‘ব্যাটিং আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। উইকেটে ভালো কিছু সময় কাটিয়েছি। ভালো লেগেছে। প্রস্তুতি ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা বেশ পজিটিভ এই সিরিজের ব্যাপারে। আশা করি আমরা ভালো ক্রিকেট খেলব, সিরিজ জিতব ইনশাআল্লাহ্‌’।

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে সাকিব আল হাসানের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে সাকিব মাঠে ফিরলেও ছিলেন না নিজের চেনা ছন্দে। সাকিব তখন জানিয়েছিলেন প্রস্তুতির জন্য ওয়ানডে অথবা চার দিনের একটা ম্যাচ খেলতে চান তিনি। তবে গতকাল প্রস্তুতির সুযোগ পেয়েও ২৩ বলে ৯ রান করে দূর্ভাগ্যজনক ভাবে রানআউট হয়ে যান তিনি।

সাকিবের রানআউটকে দূর্ভাগ্যজনক বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি বলেন, সাকিবের রানআউট দুর্ভাগ্যবশত হয়ে গেছে। নন-স্ট্রাইকিং ব্যাটসম্যানের গায়ে লেগে বল বোলারের কাছে চলে গেছে। গায়ে না লাগলে হয়ত এটা সহজেই রান হত।

আগামীকাল বিকেএসপিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে  ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link