More

Social Media

Light
Dark

আইপিএলের মঞ্চে অফ স্পিনারদের ত্রাস

উপমহাদেশের উইকেটে স্পিনাররাই হয়ে ওঠেন তুরুপের তাস। এ তত্ত্ব যেন সর্বজন স্বীকৃত। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ক্রিকেট— সংস্করণ যেটাই হোক দলে একজন অফস্পিনারের চাহিদার আধিক্য থাকে সবসময়ই। বাঁহাতি ব্যাটারদের জন্য অফস্পিন সামলানো তো আরো কষ্টসাধ্য।

বাঁহাতি ব্যাটার ব্যাটিং প্রান্তে থাকলেই, প্রতিপক্ষের অধিনায়ক একজন অফস্পিনারকে টেনে আনেন বোলিং প্রান্তে। এমন রণকৌশলের দেখা মেলে প্রায় ম্যাচেই। তবে এমন কিছু বাঁহাতি ব্যাটারও রয়েছেন যারা ব্যতিক্রম, যারা অফস্পিনের সামনেও ব্যাটিংটা করেন সাবলীলভাবে। যাদের সামনে অফস্পিনের স্পিনবিষও হয়ে যায় নির্বিষ।

  • নিতিশ রানা

এই যেমন আইপিএলের কথা টেনে আনলে, নিতিশ রানার সামনে অফস্পিনার ডেকে আনা মানেই দলের মহাবিপদ ডেকে আনা। সেই বিপদ গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের মঈন আলী, মাহিশ থিকশানারা হাড়ে হাড়ে টের পেয়েছেন।

ads

এমনিতে পরিসংখ্যান বলে, আইপিএলে ১৩৫ স্ট্রাইকরেটে ব্যাট করা নিতিশ রানা অফস্পিনার পেলেই তাঁর ব্যাটিং স্ট্রাইকরেট নিয়ে গিয়েছেন ১৫৭.১৪ তে।

আইপিএলে অফস্পিনারদের বিপক্ষে ন্যূনতম ২০০ রান করা বাঁহাতি ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ! শুধু যে স্ট্রাইকরেটই বেশি, সেটি নয়। ৩০.২৫ গড়ে করেছেন ৩৬৩ রান।

  • শন মার্শ

অফস্পিনারদের বিপক্ষে আইপিএলের ইতিহাসে আরেক অপ্রতিরোধ্য বাঁহাতি ব্যাটার হচ্ছেন শন মার্শ। যদিও তিনি এখন আর আইপিএলে খেলেন না।

তবে, নিতিশ রানার পর অফস্পিনারদের বিপক্ষে অজি এ ব্যাটারের ১৩৩.৯৭ স্ট্রাইকরেট এখনও তাঁকে দুইয়ে রেখেছে। অবশ্য তিনি নিতিশ রানার চেয়ে এগিয়ে আছেন রান এবং ব্যাটিং গড়ে। অফস্পিনারদের বিপক্ষে ৪৮.৫০ গড়ে মার্শের রান ৪৮৫।

  • ডেভিড ওয়ার্নার 

অফস্পিনারদের বিপক্ষে আইপিএলে বাঁহাতি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের কীর্তিটা ডেভিড ওয়ার্নারের। ১২৯.১০ ব্যাটিং স্ট্রাইকরেট নিতে নিতিশ রানা, শন মার্শদের পিছনে থাকলেও অফস্পিনারদের বিপক্ষে এ ব্যাটার ৫৪.১৫ গড়ে করেছেন ১০২৯ রান!

  • ঋষাভ পান্ত

অফস্পিনারদের বিপক্ষে আইপিএলে প্রায় পঞ্চাশ ছুঁইছুঁই গড়ে ব্যাটিং করেছেন ঋষাভ পান্ত। তবে স্ট্রাইকরেট বিবেচনায় তিনি আবার কিছুটা পিছিয়ে রয়েছেন।

ভারতীয় এ উইকেট রক্ষক ব্যাটার অফস্পিনারদের বিপক্ষে ৩৯৮ রান করেছেন ১২৮.৩৮ ব্যাটিং স্ট্রাইকরেটে। তবে অফস্পিনারদের বিপক্ষে তিনি কতটা সাবলীল সেটার প্রমাণ মেলে, তাঁর ৪৯.৭৫ ব্যাটিং গড়!

  • ইয়ন মরগান 

এই তালিকার সর্বশেষ নামটি হচ্ছে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ন মরগ্যান। আইপিএল ক্যারিয়ারে অবশ্য বলার মতো কিছুই করতে পারেননি। তবে অফস্পিনারদের বিপক্ষে তাঁর ১২৭.৮৪ স্ট্রাইকরেটই আইপিএলের ইতিহাসে বাঁহাতি ব্যাটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link