More

Social Media

Light
Dark

আল হিলালে যাওয়া নিশ্চিত মেসির!

মেসির দলবদল নিয়ে আলোচনা শুরু হবার পর থেকেই গুঞ্জনটা ছিল। সৌদি আরবের ক্লাব আল হিলাল একটা বারের জন্যও পিছপা হয়নি মেসিকে দলে ভেরানোর পরিকল্পনা থেকে। তবে ধারণা করা হচ্ছিল যত বড় অঙ্কের প্রস্তাবই হোক না কেন, মেসি হয়তো আরো কিছুটা সময় ইউরোপেই থাকতে চান।

মেসি তাঁর পুরোনো ক্লাব বার্সায় ফিরবেন এমনটাই ধরে নিয়েছিল সবাই। তবে সব আলোচনার সমাপ্তি হচ্ছে খুব শীঘ্রই। বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, মেসিকে দলে ভেরানোটা প্রায় নিশ্চিত করে ফেলেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

লিওনেল মেসির সাথে প্যারিস সেইন্ট জার্মেইনের চুক্তি শেষ হচ্ছে এই মৌসুম শেষেই। তবে গত শীতকালীন দলবদলের সময় থেকে এখন পর্যন্ত দফায় দফায় আলোচনায় বসলেও দুই পক্ষের সমঝোতার অভাবে চুক্তি নবায়ন আর হয়নি। এদিকে মেসির সৌদি আরব ভ্রমণের পর নিষেধাজ্ঞা নিয়েও সম্পর্ক আরো খারাপ হয়েছে দুই পক্ষের। তাই ফ্রি এজেন্ট হয়েই যে মেসি ক্লাব ছাড়ছেন তা নিশ্চিত।

ads

পিএসজি ছাড়ার গুঞ্জন শুরুর পর থেকেই দৃশ্যপটে আছে বার্সেলোনা। মেসি আর বার্সায় ফিরবেন না বলে মনে করা হলেও একটা পর্যায়ে মেসিও ইতিবাচক হয়েছিলেন পুরোনো ঠিকানা ফেরার ব্যাপারে। তবে বার্সার সামনে বাঁধা ছিল আর্থিক টানাপোড়েন।

যদিও ঘরের ছেলেকে ঘরে ফেরাতে পৃষ্ঠপোষকদের কাছে সাহায্য চাওয়া সহ বিভিন্ন ভাবে চেষ্টা করছিল কাতালানরা। তবে বিভিন্ন সূত্র আবার বলছিল, মেসিকে বার্সায় ফেরানোর কথা বলে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোই মূল উদ্দেশ্য ছিল লাপোর্তা ও তাঁর বোর্ডের।

এদিকে মেসিকে ক্রমাগত বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়েই যাচ্ছিল আল হিলাল। প্রাথমিক ভাবে মেসি রাজি না থাকলেও অবশেষে আল হিলালের সাথেই চুক্তি করতে যাচ্ছেন মেসি এমনটাই জানাচ্ছে এএফপি। এএফপির মতে, ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন এই ক্ষুদে জাদুকর।

এই জানুয়ারিতেই সৌদি আরবের আরেক ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন সময়ের আরেক সেরা ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ নয় বছর স্প্যানিশ লীগে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দ্বৈরথে পুরো বিশ্বকে মাত করে রেখেছিলেন মেসি ও রোনালদো। এবার আল নাসেরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালে মেসি যোগ দিলে আবারো মেসি-রোনালদো দ্বৈরথ দেখার সৌভাগ্য হতে যাচ্ছে ফুটবল প্রেমীদের।

সামনেই ৩৬ এ পা দিতে যাচ্ছেন মেসি। মেসিকে আরো কয়েকটা বছর ইউরোপীয়ান ফুটবলেই দেখতে চাচ্ছিলেন তাঁর ভক্তরা। তবে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন সত্যি করে হয়তো ইউরোপীয় ফুটবলকে বিদায় বলতে চলেছেন মেসি। কিন্তু সৌদি আরবের লিগে আবারো মেসি-রোনালদো প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে সেটিও বা কম কি ফুটবল প্রেমীদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link