More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

মিশন ২০২৩, পাণ্ডবদের শেষ সুযোগ

সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ও মাশরাফি – বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব। আমাদের ভালোবাসার পঞ্চপান্ডব। বাংলাদেশ ক্রিকেট তাঁর সোনালী সময় পার করেছে সম্ভবত এই পঞ্চপাণ্ডবে ভর করে। কিন্তু দিন ফুরিয়ে মাস গেল, মাস পেরিয়ে বছর – এভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর পর পঞ্চপাণ্ডবদের দিনও ধীরে ধীরে ফুরিয়ে গেল। বাংলাদেশের ক্রিকেট কি এই ক্রিকেটারদের বিকল্প খুঁজে পাবে কখনো? কিংবা সেই সময়গুলো, যখন বাইশ গজে পঞ্চপাণ্ডবদের নিয়ে বুক চিতিয়ে যেকোনো দলকে মোকাবেলা করতে নেমে যেত টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে শেখানো মুখগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দৃশ্যপট থেকে। ইশ, যদি সময়টাকে মুঠোভর্তি করে ধরে রাখা যেত! মাশরাফি বিন মর্তুজা তো একরকম ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বেশ আগেই। এদিকে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম বিদায় নিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাট থেকে।

মাহমুদউল্লাহ রিয়াদকে দিয়েও ফরম্যাটটা পোষায় না, তাই আজকাল আড়ালে তিনিও। পাণ্ডবদের মধ্যে এখন অবধি সাকিব আল হাসান একাহাতে ক্রিকেটের সবগুলো ফরম্যাটে ভরসার নাওয়ের হাল ধরে আছেন। কিন্তু সেই সময়টুকুও কি ফুরিয়ে আসছে না?

ads

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে বাংলাদেশ দলের নেতৃত্বের ভার সাকিব আল হাসানের কাঁধে। সাকিব অভিজ্ঞ, বিশ্বমানের ক্রিকেটার। খুব সম্ভবত এই টি-টোয়েন্টি বিশ্বকাপ সাকিবের শেষ আসর হবে, না হলেও হয়তো আর একটা আসর খেলবেন। তবে, ২০২৩-ই যে তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ সেটা কোনো সন্দেহ ছাড়াই বলা যায়।

মাঠে যখন এতোগুলো নতুন মুখের ভিড়ে সাকিবের চেহারাটা পর্দায় ভেসে ওঠে, অদ্ভুত প্রশান্তিতে ছেয়ে যায় মন। সাকিব এমনই! আমরা যারা সাকিবের ক্রিকেটীয় যাত্রার সাক্ষী,  অকপটে স্বীকার করতে বাধ্য বাংলাদেশ কখনোই আরেকজন সাকিব আল হাসান পাবেনা। কারণ সাকিব আল হাসান-রা একবারই জন্মায়।

এইযে দেশের ক্রিকেট যে একটা ট্রানজিশনাল পিরিয়ড দিয়ে যাচ্ছে, একে একে পুরনো-পরিচিত মুখগুলো নবাগত মুখে আড়াল হয়ে যাচ্ছে। এই কঠিন বাস্তবতা হজম করা ভক্ত হিসেবে আমাদের জন্য মোটেও আনন্দের না। বাংলাদেশ ক্রিকেট দলে সাকিব থাকবেনা, এই কথা ভাবতেও তো শূন্যতায় ছেয়ে যায় মন।

তাছাড়া এই বছরটা পেরোলেই আসছে ওয়ানডে বিশ্বকাপ আসর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে তখন বাংলাদেশ ওয়ানডে দলটা গোছাবে। তখন বাংলাদেশ দলে বসবে অভিজ্ঞ তাঁরার মেলা, পাণ্ডবের মেলা। দলে ফিরবেন চিরপরিচিত মুখ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, এবং সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। আর বিশ্বসেরা সাকিব আল হাসান তো আছেনই। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপটি অনেক গুরুত্বপূর্ণ।

কিন্তু আবার দারুণ বেদনাদায়কও হতে যাচ্ছে আগামীর আসরটি। কারণ সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর শেষ ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে ২০২৩ এর আসরটি। অর্থাৎ বাংলাদেশ দলে আদতেই পঞ্চপাণ্ডবদের সবার দিন ফুরিয়ে এলো বলে। ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন লাল-সবুজের জার্সিতে এককালে দাপট দেখানো তারকারা।

এই চারজন ক্রিকেটার বিদায় নেয়া মানে বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের স্বর্ণালি সময়ের ইতি ঘটবে। শেষবেলায় এই বিশ্বকাপ মিশনে নিশ্চয়ই তাঁরা নিজেদের ছাপ রেখে যেতে চাইবেন। আর সেই বিশ্বকাপে কিছু করতে পারলে নিশ্চয়ই আজীবনের জন্য এই চারজনের কাছে কৃতজ্ঞই থাকবে বাংলাদেশ ক্রিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link