More

Social Media

Light
Dark

বিশ্বকাপের প্রাথমিক দলেই নেই লাবুশেন

বিশ্বকাপ খেলা হবে না মার্নাস লাবুশেনের। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেখানে জায়গা হয়নি লাবুশেনের।

বিশ্বকাপের প্রাথমিক দল দেওয়ার সময় বাড়িয়ে ২৯ আগষ্ট করা হয়েছে। এর তিন সপ্তাহ আগেই সবার আগে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করে চমকে দিল সিএ।

প্রাথমিক দলেও চমক আছে। লাবুশেন না থাকলেও আছেন অ্যারন হার্ডি, তানভির সাঙঘা কিংবা নাথান এলিসরা। অ্যাডাম জাম্পার সাথে লেগ স্পিনে ধার বাড়াবেন তানভির সাঙ্ঘা। অন্যদিকে, অনভিষিক্ত অ্যারন হার্ডি হলেন পেস বোলিং অলরাউন্ডার।

ads

আগামী মাসে ভারত ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরের ৭ থেকে ২৭ এর মধ্যে অনুষ্ঠিত সেই একদিনের সিরিজ। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর একদিন আগে ১৫ জনের দল ঘোষণা করবে টিম অস্ট্রেলিয়া।

এই ১৮ জন থেকেই সেই দল গঠন করা হবে। ভারতের মাটিতে তিনটি ও দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচটা ওয়ানডে খেলবে এখন অবধি সর্বাধিক পাঁচটি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দল।

  • বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক  দল

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশট অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাঙঘা , স্টিভেন স্মিথ, মিশের স্টার্ক, মার্কাস স্টোয়িনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link