More

Social Media

Light
Dark

ফেসবুকে রিচ পেতেই সাকিবকে শুভেচ্ছা জানাল কলকাতা!

সাকিব আল হাসানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেনি তাঁর সাবেক দল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) কলকাতার হয়ে লম্বা সময় খেলেছেন, জিতেছেন শিরোপাও। তাই তো বিশেষ এই দিনে নিজেদের ময়নাকে স্মরণ করেছে দলটি।

অফিসিয়াল ফেসবুক পেজে তাঁরা শাহরুখ খানের সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডারের একটি ছবি পোস্ট করেছে, ক্যাপশনে বাংলায় লিখেছে শুভ জন্মদিন। নিঃসন্দেহে মন ভাল করে দেয়ার মত ব্যাপার। কিন্তু একইসাথে প্রশ্নও ওঠে, ফেসবুকে রিচ পেতেই কি তাঁকে এতটা কদর করা হচ্ছে- কেননা তিনি সর্বশেষ দলটির হয়ে খেলেছেন তিন বছর আগে।

ক্রিকেট পাগল দেশ হিসেবে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান, তবে ফেসবুকে সক্রিয়তার দিক দিয়ে ভারতীয়দের ছাড়িয়ে গিয়েছে লাল-সবুজের ভক্তরা।

ads

তাই তো আইপিএলের ফ্রাঞ্চাইজিরা সামাজিক মাধ্যমে রিচ বাড়াতে টাইগার ক্রিকেটারদের হাতিয়ার বানায়- এমন এক ধারণা প্রচলিত আছে। কলকাতাকেও আলাদা ভাবার কারণ নেই, এক ঢিলে দুই পাখি মারার মত কাজই করেছে তারা, তেমনটাই মত অনেক ভক্তদের।

যদিও নাইট রাইডার্সদের হয়ে সাকিবের অবদান নেহাত কম নয়। ২০১১ সাল থেকে তাঁদের হয়ে মাঠ নেমছেন তিনি, এসময় ৩৮ ইনিংসে করেছেন ৫৪৫ রান। আর বল হাতে নিয়েছেন ৪৭ উইকেট; ইকোনমি মাত্র ৭.১৯।

এছাড়া পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের শিরোপা জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই বাঁ-হাতি। ২০১২ সালে আট ম্যাচ খেলে বারো উইকেট শিকার করেছিলেন তিনি, সেবার ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও ২০১৪ সালে পুরোদস্তুর অলরাউন্ডার রূপে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর ব্যাট থেকে এসেছিল ২২৭ রান আর উইকেট নিয়েছিলেন ১১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link