More

Social Media

Light
Dark

বাবরদের কোচ কামরান আকমল!

আসছে পাঁচ ফেব্রুয়ারি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে একটা প্রদর্শনী ম্যাচ খেলবে পেশোয়ার জালমি। সেই ম্যাচের জন্য পেশোয়ারের কোচের দায়িত্ব পেয়েছেন ‘সাবেক’ উইকেট রক্ষক ব্যাটার কামরান আকমল। যদিও, তিনি ক্রিকেট থেকে এখনও অবসর নেননি।

পেশোয়ারের হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সাতটি আসরই খেলেন আকমল। তবে, সর্বশেষ ড্রাফটে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো দলই। ফলে, সব কিছু ঠিক ঠাক থাকলে হয়তো দ্রুতই মাঠের ক্রিকেটকে বিদায় বলে দেবেন টপ অর্ডারের এই ব্যাটার।

পেশোয়ার জালমির অধিনায়ক হলেন বাবর আজম। পাকিস্তান জাতীয় দলের অধিনায়কের ওপরই ভরসা রেখেছে পেশোয়ারের টিম ম্যানেজমেন্ট। মজার ব্যাপার হল, এই বাবর আবার হলেন আকমল ভাইদের কাজিন। দলের মেন্টর হিসেবে আছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ও সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। অন্যদিকে, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।

ads

কামরান আকমলের পিএসএল ক্যারিয়ার বেশ সফল। সেখানে তিনি ১৯৭২ রান করেন, যেটা পিএসএল ইতিহাসেরই দ্বিতীয় সর্বোচ্চ রান। তবে, ক্রিকেটে নিজের দ্বিতীয় ইনিংসটা বেশ জোরেশোরেই শুরু করেছেন কামরান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আট সদস্যের জুনিয়র নির্বাচক কমিটির প্রধান তিনি।

পিএসএলের অষ্টম আসর শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। চলবে ১৯ মার্চ পর্যন্ত। তবে, দলগুলো নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাঁচ ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি ম্যাচও শুরু হয়ে যাবে। তাই, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়া পাকিস্তানি ক্রিকেটারদের অধিকাংশই হয়তো তিন তারিখের পর বিদায় নেবেন।

পাঁচ ফেব্রুয়ারি কাশ্মীর দিবসে এই প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে কোয়েটার বাগতি স্টেডিয়ামে। আয়োজক বেলুচিস্তান ক্রিকেট অ্যাসোসিয়েশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link