More

Social Media

Light
Dark

কোহলি-রোহিত দ্বন্দ্ব: সেই অন্ধকারের অন্দরমহলে

ভারতীয় ক্রিকেটের বড় দুই স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মা। প্রায় এক দশক ধরে তিন ফরম্যাটেই ভারতের প্রধান তারকা এই দুজন। বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা।

তবে, এই দুজনের মাঝে দ্বন্দ্বের কথা শোনা গেছে বেশ কয়েকবার। আসুন দেখে নেয়া যাক, এই দুই তারকার মাঝে পাঁচ ঝামেলার ঘটনা। 

  • ইনস্টাগ্রামে আনফলো

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে হারের পর ইনস্টাগ্রামে বিরাট কোহলিকে আনফলো করেন রোহিত শর্মা। এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরাটের স্ত্রী আনুশকা শর্মাকেও আনফলো করেন এই তারকা। 

ads

মুহূর্তের মাঝেই তাঁর এই আনফলো করার ঘটনা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেবারই প্রথমবারের মতো কোহলি এবং রোহিতের দ্বন্দ্বের কথা জানতে পারে গোটা বিশ্ববাসী। 

  • দুজনের সম্পর্ক জোড়া লাগাতে রবি শাস্ত্রীর চেষ্টা

ভারতের সাবেক ফিল্ডিং কোচ আর শ্রীধর তাঁর বইতে এই ঘটনাটি তুলে ধরেন। তাঁর মতে, ভারতের তৎকালীন কোচ রবি শাস্ত্রী এই দুজনের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেন। 

২০১৯ বিশ্বকাপের কয়েকদিন বাদেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি  সিরিজ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে যায় ভারত। সেখানেই কোচ শাস্ত্রী রোহিত এবং বিরাটকে ভারতীয় ক্রিকেটের স্বার্থে ব্যক্তিগত ঝামেলা মিটিয়ে ফেলতে বলেন।

তিনি বলেন, তাঁরা দুজনেই জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এবং পুরনো বৈরিতা ভুলে তাঁদের একত্রে কাজ করা প্রয়োজন। 

  • রোহিতের নেতৃত্বে খেলতে অস্বীকৃতি জানান কোহলি

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। তবে বিশ্বকাপকে সামনে রেখে ওডিয়াই এবং টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন এই তারকা।

কিন্তু, ভারতীয় নির্বাচকরা চেয়েছিলেন তিন ফরম্যাটেই একজন অধিনায়ক। ফলে তিন ফরম্যাটেই ভারতের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হন রোহিত শর্মা। 

ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে রোহিতের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। ফিট থাকা সত্ত্বেও সেই সফরে খেলেননি কোহলি।

কারণ, হিসেবে ব্যক্তিগত সমস্যা জানালেও বিসিসিআইয়ের সূত্রমতে, কোহলি নাকি রোহিতের অধীনে খেলতে চাননি। পরবর্তীতে অবশ্য ইনজুরির কারণে রোহিতও সেই সিরিজ মিস করেন এবং সহ অধিনায়ক লোকেশ রাহুল দলকে নেতৃত্ব দেন। 

  • কেবল ধোনিই আমাকে সমর্থন দিয়েছেন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা সত্বেও ভারতকে সিরিজ হারতে হয় ২-১ ব্যবধানে। এরপরই টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। 

পরবর্তীতে কোহলি জানান জীবনের কঠিন এই সময়টাতে কেবলমাত্র মহেন্দ্র সিং ধোনিই তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং সমর্থন দিয়ে গেছেন। ধোনির মতো, রোহিত শর্মাও দীর্ঘদিন যাবত কোহলির সাথে একই ড্রেসিংরুম শেয়ার করেছেন। কিন্তু, কোহলির এই কঠিন দিনগুলোতে রোহিত কোনোরূপ সাহায্যই করেননি তাঁকে। 

  • চেতন শর্মার বিস্ফোরক মন্তব্য

সংবাদমাধ্যমের এক গোপন অপারেশনে ভারতের সাবেক নির্বাচক চেতন শর্মার বরাতে বেরিয়ে আসে নানা গোপন তথ্য। যদিও তাঁর সবগুলো তথ্যই বিশ্বাসযোগ্য নয়, তবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যকার দ্বন্দ্ব নিয়েও কথা বলেন তিনি। 

তিনি বলেন, আগের দিনে যেমন বলিউড তারকাদের মাঝে ব্যক্তিত্বের সংঘাত দেখা যেত, সেই একই ঘটনা ঘটে কোহলি এবং রোহিতের ক্ষেত্রেও। এই দুজনের মধ্যকার ঝামেলার ঘটনার আরেকটা বড় প্রমাণ চেতন শর্মার সেই বক্তব্য। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link