More

Social Media

Light
Dark

ভারতীয় ক্রিকেটে ঈশান-আইয়ার অধ্যায়ের ইতি!

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষাণ। ইচ্ছে করে রঞ্জি ট্রফিতে না খেলার কারণেই তাঁদের চুক্তি বাতিল করা হবে। বর্তমানে ‘গ্রেড বি’ ক্যাটাগরিতে আছেন আইয়ার এবং কিষাণ আছেন এরপরের বিভাগেই।

ব্যক্তিগত কারণে বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি নিয়েছিলেন ঈশান কিষাণ। এর আগে সর্বশেষ নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে খেলেছিলেন তিনি। সম্প্রতি ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফিতে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই বাঁ-হাতি। এর পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সাথে বারোদায় অনুশীলন করছেন বলে জানা গিয়েছে।

ads

আরেক তরুণ শ্রেয়াস আইয়ার ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন ফর্ম জনিত কারণে। তাঁর জন্য নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল এই রঞ্জি ট্রফি, অথচ তিনি পিঠের ইনজুরি দেখিয়ে সরে দাঁড়িয়েছেন মুম্বাই রাজ্য দল থেকে। যদিও ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) ঘোষণা দিয়েছে আইয়ারের নতুন কোন চোট নেই এবং সে ম্যাচ খেলার জন্য ফিট।

অজিত আগারকারের নেতৃত্বে বিসিসিআইয়ের নির্বাচকরা ২০২৩-২৪ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করেছেন। এই তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে, তবে এই দুই তরুণ ব্যাটারের বাদ পড়ার খবর নিশ্চিত করেছে অভ্যন্তরীণ একটি সূত্র।

এর আগে অবশ্য বিসিসিআই সেক্রেটারি জয় শাহ কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ এবং ভারত ‘এ’ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন। একই সাথে রঞ্জির মত টুর্নামেন্টের চেয়ে আইপিএলকে অগ্রাধিকার দেয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন তিনি। এছাড়া যারা নির্দেশ অমান্য করবে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছিলেন।

এখন দেখার বিষয়, আইয়ার-কিষাণের ঘটনা কতদূর গড়ায়। আসলেই কি চুক্তি থেকে বাদ পড়বেন তাঁরা? যদি বাদ পড়েন তাহলে সেটা কতদিনের জন্য কিংবা কোন শর্তে ফিরতে পারবেন কেন্দ্রীয় চুক্তিতে এমন অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link