More

Social Media

Light
Dark

ধোনির ভয়ংকর চেন্নাইয়ের অন্তিম লগ্ন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য প্রস্তুত হচ্ছে চেন্নাই সুপার কিংস, প্রস্তুত হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তবে এটাই কি তাঁর শেষ আইপিএল? তা নিয়েই জল্পনা-কল্পনা চলছে ভারতের ক্রিকেট পাড়ায়।

চেন্নাই সুপার কিংস- এর জন্য ধোনি নি:সন্দেহে অমূল্য সম্পদ। তাঁর নেতৃত্বেই চেন্নাই জিতেছে পাঁচটি শিরোপা। হলুদ বিগ্রেড আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। আর সবার চোখ ধোনির দিকেই। যিনি এনে দিয়েছে একের পর এক জয়ের মুকুট।

যদিও এই মৌসুমের পর তাঁর ভবিষ্যত নিয়ে প্রশ্ন থেকে যায়। ২২ মার্চ চেন্নাইয়ের এম এ চিদাম্বরমে মাঠে গড়াবে আইপিএল- এবারের আসরের প্রথম ম্যাচ। সেখানে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু।

ads

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী এবিডি ভিলিয়ার্স জানান যে, এবারও ফেবারিট হিসেবেই মাঠে নামবে ধোনির দল। ডি ভিলিয়ার্স তাঁর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে বলেন, ‘গত বছর ধোনির আইপিএল ক্যারিয়ারের সমাপ্তি নিয়ে অনেক গুজব ছিল। তবে সেটা কোনো বিষয় না। সে আবার ফিরতে পারে। তবে এটাই কি তাঁর শেষ মৌসুম? না, কেউ জানে না। সে দলের এমন এক ডিজেল যা কখনো শেষ হয় না। সে চলতেই থাকে। অবিশ্বাস্য খেলোয়াড়,অবিশ্বাস্য অধিনায়ক।’

আরসিবি’র সাবেক খেলোয়াড় এবিডি ভিলিয়ার্স, পাঁচ বারের চ্যাম্পিয়ন এই দলটিকে ‘ভয়ংকর দল’ হিসেবে আখ্যায়িত করেছেন। যার কৃতিত্ব তিনি ধোনিকেই দিয়েছেন।

ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি মনে করি ধোনির সঠিক নেতৃত্ব, স্টিফেন ফ্লেমিং এর শীতল মানসিকতা আর রবীন্দ্র জাদেজার মত কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের জন্যই সিএসকে সেরা দলে পরিণত হয়েছে। তারা অপ্রতিরোধ্য দলে পরিণত হয়েছে, যাদের হারানো সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘সফল ফ্রাঞ্চাইজির সফল দলের এটাই বৈশিষ্ট্য যে তাঁরা যখন ভাল খেলছেন , তখন তাদের কেউই আটকাতে পারবে না। তবে তাঁরা যখন ভাল খেলবে না, তখন তারা প্রতিদ্বন্দ্বী খুঁজে নেয়।’

শিরোপা জয়ের সামর্থ্য চেন্নাইয়ের আছে বলে মানছেন ভিলিয়ার্স। তিনি বলেন, ‘তাঁরা বর্তমান চ্যাম্পিয়ন। হ্যাঁ, তাঁরা অবশ্যই চাইবে শিরোপা ধরে রাখার। তবে ধোনি এবং তাঁর দলের সদস্যদের উপর কোনো চাপ নেই। আর এটাই যত ভয়ের কারণ। তাঁরা কি পারবে পর পর দুই বার জয়ী হতে? তাদের সেই সামর্থ্যটুকু নিশ্চয়ই আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link