More

Social Media

Light
Dark

অবসরপ্রাপ্ত আইপিএল একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বয়স নেহায়েৎ কম নয়। সেই ২০০৮ সাল থেকে চলে এসেছে। অনেক রথী-মহারথীরা এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে গেছেন। গড়েছেন অসংখ্য কীর্তি।

তবে, সব ভাল কিছুরই তো শেষ আছে। আইপিএল চলছে, চলবে। তবে, আইপিএল খেলা অনেক মহাতারকাই বিদায় বলে ফেলেছেন। তবে, তাঁদের কীর্তিগুলো টিকে আছে। আইপিএল খেলা অবসর প্রাপ্তদের নিয়ে এবার একাদশ নির্বাচন করেছে খেলা ৭১।

তো, দেরি না করে শুরু করা যাক।

ads
  • শচীন টেন্ডুলকার (ভারত)

ক্যারিয়ারের পুরোটা সময় মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা শচীন আইপিএলে ইতিহাসেরও বড় তারকা। তিনি করেছেন ২৩০০’র ওপর রান। ২০১০ আসরে পেয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি। দলের ওপেনার হিসেবে তাঁর চেয়ে ভাল নিশ্চয়ই আর কেউ নেই।

  • অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া) – উইকেটরক্ষক

১৪০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি আইপিএলে করেন ২০৬৯ রান। ২০০৯ সালে অধিনায়ক হিসেবে ডেকান চার্জার্সের হয়ে জয় করেন শিরোপা। প্রয়োজনে এই একাদশে কখনো কখনো নেতৃত্বও দিতে পারবেন তিনি।

  • গৌতম গম্ভীর (ভারত) –  অধিনায়ক

গম্ভীর আইপিএলের কিংবদন্তি। ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে জিতেছেন দু’টি শিরোপা। ৩১.২৩ গড়ে করেছেন ৪২০০’র ওপর রান।

  • শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)

পেস বোলিং অলরাউন্ডার শেন ওয়াটসন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেক। তিনি আইপিএলে প্রায় চার হাজার রান করেন ৩১-এর মত গড় নিয়ে। স্ট্রাইক রেট ১৪০-এর কাছাকাছি। উইকেট নেন ৯২ টি।

  • সুব্রামানিয়াম বদ্রিনাথ (ভারত)

অনেক সম্ভাবনা থাকার পরও জাতীয় দলে থিতু হতে না পারা বদ্রিনাথ আইপিএলে দারুণ করেছেন। আইপিএলে করেছেন ১৫০০’র মত রান। তাঁর তারকা খ্যাতি খুব বেশি নয়, তবে তিনি বেশ কার্য্যকর।

  • যুবরাজ সিং (ভারত)

আন্তর্জাতিক ক্রিকেটের মত আইপিএলে যুবরাজের তেমন সাফল্য না থাকলেও তিনি এখানে কিছু ইনিংস খেলেছেন। তিনি করেছেন এক হাজারের ওপর রান, বল হাতে নিয়েছেন ৩৬ টি উইকেট।

  • অ্যালবি মরকেল (দক্ষিণ আফ্রিকা)

ক্যারিয়ারে টি-টোয়েন্টির জন্য বিখ্যাত ছিলেন এই প্রোটিয়া অলরাউন্ডার। ৮৫ টি উইকেট পেয়েছেন, সাথে ব্যাট হাতে করেছেন ২৫০০’র কাছাকাছি রান।

  • প্রজ্ঞান ওঁঝা (ভারত)

প্রজ্ঞান ওঁঝা ২০০৯ সালের আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে পান বেগুনী টুপি। সেবার চ্যাম্পিয়ন হয় ডেকান। ক্যারিয়ারে কিনি ৭.৩৬ ইকোনমি রেটে পান ৮৯ টি আইপিএল উইকেট।

  • অনিল কুম্বলে (ভারত)

দলে মূল স্পিনার হিসেবে আছেন অনিল কুম্বলে। এই সাবেক লেগ স্পিনার মাত্র ৪২ টি ম্যাচে পান ৪৫ টি উইকেট। সেরা বোলিং ফিগার পাঁচ রানে পাঁচ উইকেট। ইকোনমি মাত্র ৬.৫৭! ওঁঝার সাথে তাঁর জুটি জমে যাওয়ার কথা।

  • আশিষ নেহরা (ভারত)

বাঁ-হাতি পেসার নেহরা নতুন বলে স্যুইংয়ের জন্য বিখ্যাত। তিনি ১০০-এর ওপর আইপিএল উইকেট পেয়েছেন মাত্র ৭.৮৪ ইকোনমি রেটে। নতুন বলে তিনি হতে পারেন এই দলের মূল ভরসা।

  • লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

আইপিএলের যেকোনো একাদশই মালিঙ্গাকে ছাড়া নির্মান করা সম্ভব নয়। তিনি মাত্র ১২২ টি ম্যাচ খেলে পান ১৭০ টি উইকেট। ইকোনমি মাত্র ৭-এর ওপরে। লঙ্কান এই কিংবদন্তি আইপিএলের ইতিহাসেরই অন্যতম সেরা বোলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link