More

Social Media

Light
Dark

আইপিএল নিলামের হটকেক কারা!

১৭তম আইপিএলের নিলাম বসছে আগামী ১৯ ডিসেম্বর। ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে দর হাঁকাহাঁকিতে এবার নিশ্চিত ভাবেই নজর থাকবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পারফর্মারদের। কারা হতে পারেন এবারের নিলামে আগ্রহের কেন্দ্রবিন্দু? চলুন দেখে নেওয়া যাক।

  • ড্যারিল মিশেল

এবারের বিশ্বকাপে ২ সেঞ্চুরিতে ১১১.০৬ স্ট্রাইকরেটে ১০ ম্যাচে ৫৫২ রান করেছেন ড্যারিল মিশেল। বিশ্বকাপ ছাড়াও চলতি বছরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন এ কিউই ব্যাটার। তাই আসন্ন আইপিএল নিলামে তিনি হয়ে উঠতে পারেন হটকেক। 

ads

আইপিএল অভিজ্ঞতা অবশ্য নতুন অভিজ্ঞতা নয় মিশেলের জন্য। ২০২২ আইপিএল খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে সেবার সেভাবে পারফর্ম না করায় পরের আসরে অবিক্রীত ছিলেন এ ক্রিকেটার। তবে ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপে পারফর্ম করায় এ ক্রিকেটারকে দলে ভেড়ানোর দৌড়ে থাকতে পারে একাধিক দল।

ধারণা করা হচ্ছে, দিল্লী ক্যাপিটালস কিউই এ ক্রিকেটারকে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে আগ্রহী। কেননা, আগের আসরে তাদের মিডল অর্ডারে ব্যাটিং করা ফিল সল্ট ও রাইলি রুশোকে এবার ছেড়ে দিয়েছে তাঁরা। আর সেই শূন্যস্থান মেটাতেই মিশেলকে দলে নিতো পারে দিল্লী ক্যাপিটালস। 

  • দিলশান মাদুশাঙ্কা

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা হতাশ করলেও প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই বাজিমাত করেছেন এ পেসার। ৯ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। আর তাই এ পেসারও  এবারের নিলামে দলগুলোর অন্যতম আগ্রহের তালিকায় চলে আসতে পারেন।

৫০ লাখ ভিত্তিমূল্য এবারের নিলামে উঠবেন তিনি। ধারণা করা হচ্ছে, তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী হতে পারে লখনৌ সুপারজায়ান্টস। কেননা, একই মালিকানায় এসএ টি-২০ এর দল ডারবান সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন লঙ্কান এ পেসার। 

  • জেরাল্ড কোয়েৎজি

আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারে জেরাল্ড কোয়েৎজিও। প্রোটিয়া এ পেসার এবারের বিশ্বকাপে নিয়েছেন ৮ ম্যাচে ২০ উইকেট। আর এমন পারফরম্যান্সই তাঁকে রাতারাতি আলোচনায় নিয়ে এসেছে। 

সেই ধারাবাহিকতায় আইপিএল নিলামে চমক হয়ে আসতে পারে কোয়েৎজির নাম। সম্ভাব্য দল হিসেবে এ পেসারের উপরে আগ্রহ থাকতে পারে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপাট কিংস, দুটি দলেরই। জোফরা আর্চার, ক্রিস জর্ডান, জে রিচার্ডসনকে পরের আসরের জন্য ছেড়ে দিয়েছে মুম্বাই। ওদিকে চেন্নাইও কাইল জেমিসনকে ছেড়ে দিয়েছে। আর তাই এ দুটি দলই তাদের পেসার স্লট পূরণে আগ্রহ রাখতে পারে কোয়েৎজির উপরে। 

  • ট্রাভিস হেড 

এবারের বিশ্বকাপে সেমি এবং ফাইনাল, দুই ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন অজি এ ওপেনার। আহমেদাবাদের ফাইনালে তাঁর সেঞ্চুরিতেই ৬ষ্ঠ বারের মতো বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।

এমন পারফরম্যান্সের পর ধারণা করা হচ্ছে, অজি এ ওপেনারকে দলে ভেড়াতে রীতিমতো কাড়াকাড়ি হতে পারে দলগুলোর মাঝে। অবশ্য ২০১৬ ও ২০১৭ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছিলেন এ ওপেনার। কিন্তু এরপর থেকে অবিক্রীতই থেকে গিয়েছেন হেড। এবারের নিলামে অবশ্য তাঁকে নিয়েই আগ্রহ অনেকের।

  • রাচিন রবীন্দ্র

ভারতীয় বংশোদ্ভূত এ ক্রিকেটার নিউজিল্যান্ডের হয়ে এবারের বিশ্বকাপ দিয়েই হঠাৎ আলোচনায় এসেছেন। একই আসরে করেছেন ৩ সেঞ্চুরি। আর তাই এবারের আসরে নিশ্চিতভাবেই দলগুলোর দর হাঁকাহাঁকিতে প্রথম সারিতেই থাকবেন এ ক্রিকেটার।

রাচিনের বাবা ব্যাঙ্গালুরুতে বেড়ে উঠেছেন। রাচিনও ছুটি কাটাতে এই শহরেই ফিরে আসেন। ধারণা করা হচ্ছে, ৫০ লাখ রূপির ভিত্তিমূল্য উঠতি এই ক্রিকেটারকে দলে নিতে পারে ব্যাঙ্গালুরু। তবে সেই প্রক্রিয়া নিশ্চিতভাবেই সহজ হবে না। কেননা, রাচিনকে নেওয়ার জন্য উঠেপড়ে লাগতে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি। 

 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link