More

Social Media

Light
Dark

ব্যয়বহুল ব্যর্থতা

মুকেশ চৌধুরীর দুর্দান্ত এক ইয়র্কার রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তবে পারলেন না! ইনিংসের প্রথম বলে বোল্ড হয়ে ফিরলেন ঈশান কিষাণ। ঈশানের এই মুখ থুবড়ে পড়াটা এবারের আসরে যেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিচ্ছবি।

এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ বারের এই শিরোপাজয়ী দলটা আগের আসরেও ছিল একপ্রকার অপ্রতিরোধ্য। কিন্তু সেই দলটাই এবার দিশাহীন। প্রথম সাত ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে ছিটকে গেছে মুম্বাই। আগের আসর গুলোতে দলের হয়ে অন্যতম সেরা পারফরমার ঈশান কিষাণও এবার ব্যাট হাতে একেবারেই বাজে সময় পার করছেন। এবারের আসরের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। কিন্তু ব্যাট হাতে একেবারেই ছন্দহীন এই ওপেনার।

টুর্নামেন্টের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম দুই ম্যাচেই দেখা পেয়েছিলেন ফিফটির। দল হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ঈশান। ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে। কিন্তু এরপরই হঠাৎ ছন্দপতন। ব্যাট হাতে নিষ্প্রভ কিষাণ। দলের দুর্দশায় তিনিও ফিরছেন ব্যাট হাতে ব্যর্থ হয়ে। ধুঁকতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সঙ্গে ব্যাট হাতে ঈশানের পারফরম্যান্সও নিম্নমুখী হচ্ছে।

ads

১৬, ২৪, ৩ , ১৩, ০ – গেল পাঁচ ম্যাচে ঈশানের ইনিংস। মাত্র ৫৬ রান! ওপেনিংয়ে আগ্রাসী ব্যাট করা সেই কিষাণ নিজেকে হারিয়ে খুঁজছেন। চেষ্টা হয়ত করছেন কিন্তু নিজের চিরচেনা রূপটা আর ফিরে পাচ্ছেন না তিনি। কদিন আগেই এক ভিডিওতে দেখা গেল নেটে অনুশীলনের সময় কিংবদন্তি ভারতীয় তারকা শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুল্কারের এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন কিষাণ। এই ভিডিও ভাইরালের পর আবারও সমালোচকদের সমালোচনার তোপের মুখে পড়েন তিনি।

কিষাণের সামর্থ্যটা সবারই জানা। নিজের দিনে প্রতিপক্ষকে একাই ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ২০২০ আসরে ১৪ ম্যাচে ৫৭ গড়ে চার ফিফটিতে ৫১৬ রান। ছিলেন দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর গেল আসরে দশ ম্যাচে ২৭ গড়ে করেন ২৬১ রান। ব্যাট হাতে সাদামাটা পারফরম্যান্সের পরেও জাতীয় দলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পেয়েছিলেন সুযোগ।

কিন্তু, সেখানেও পুরো সিরিজে ব্যাট হাতে তিনি ছিলেন সাদামাটা। তবে পরের সিরিজেই ব্যাট হাতে দেখান দাপুটে প্রত্যাবর্তন। আইপিএলের আগে অনেকের প্রত্যাশাই ছিল এবার টুর্নামেন্ট সেরার লড়াইয়ে সেরাদের সাথে থাকবেন কিষাণ। কিন্তু সেই প্রত্যাশা যেন রূপ নিয়েছে হতশায়।

কেন ঈশানের সেই বিধ্বংসী রূপের দেখা মিলছে না? দলের টানা ব্যর্থতায় মানসিকভাবে কি তিনি বিপর্যস্ত? নাকি মোটা অঙ্কের টাকার বোঝাটা ঈশানের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে? প্রশ্ন উঠছে অনেক। তবে, এর উত্তরটা কিষাণই ভাল বলতে পারবেন। একের পর এক ব্যর্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিকার হচ্ছেন ট্রল আর সমালোচনার।

পঞ্চদশ আসরের নিলাম ঘরে বিশেষ দৃষ্টি কেঁড়েছিলেন এই তরুণ তারকা। অবশ্য সেটা নিলামের আগেই অনুমেয় ছিল ঈশানকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাঝে রীতিমত লড়াই চলবে নিলাম ঘরে। দীর্ঘসময় লড়াই করে ১৫.২৫ কোটি রূপিতে তাঁকে দলে ভেড়ায় মুম্বাই। চড়া মূল্যে বিক্রি হওয়ায় ক্যামেরার ফোকাসটা তাই ঈশানের দিকেই। এবারের আসরের সবচেয়ে দামি এই ক্রিকেটারের দিকে সবার নজর থাকাটা স্বাভাবিক। নিলাম ঘরে বাজিমাত করা ঈশান কিষাণ এবারের আসরে ব্যাট হাতে চরম ব্যর্থ। কিষাণের রান খরার আসরে মুম্বাইয়ের অবস্থাও বেগতিক।

আইপিএলের আগে অনেকের ধারণা ছিল চলতি বছর অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ঈশান হতে পারেন ভারতের জন্য ট্রাম্প কার্ড! কিন্তু টানা ব্যর্থতায় উল্টো পথেই হাঁটছেন ঈশান। অবশ্য টুর্নামেন্টে এখনও সাত ম্যাচ বাকি। দলের প্লে অফে ওঠার সুযোগ না থাকলেও ব্যাট হাতে ঈশানের জন্য রণে ফেরাটা জরুরি। দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে জাতীয় দলের স্কোয়াডেই জায়গা পাওয়াটা দুষ্কর হবে এই তরুণ তারকার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link