More

Social Media

Light
Dark

হার্ট অ্যাটাকই করেননি ইনজামাম

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক নিজেই জানিয়েছেন তিনি হার্ট অ্যাটাক করেননি। নিয়মিত চেক আপের অংশ হিসাবে তিনি হাসপাতালে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। এরপর ডাক্তারদের পরামর্শে শুধু অ্যানজিওপ্লাস্টি করিয়েছেন। এখন লাহোরে নিজের বাড়িতেই সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছেন তিনি।

বুকের ব্যথা নিয়ে গত সোমবার রাতে লাহোরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান। পাকিস্তানের শীর্ষস্থানীয় সব গণমাধ্যম জানিয়েছিল, হাসপাতালে ভর্তি হওয়ার পর গভীর পর্যবেক্ষণের পর ধরা পড়ে তিনি হার্ট অ্যাটাক করেছেন। এরপরই সার্জারি করা জন্য পরামর্শ দেন চিকিৎসকরা।

সফল ভাবে অ্যানজিওপ্লাস্টি করানোর পর গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এরপর নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় ইনজামাম আসল ঘটনা খোলাসা কেরে জানান যে তিনি হার্ট অ্যাটাক করেননি।

ads

তিনি বলেন, ‘নিয়মিত চেক আপের অংশ ছিল। আমার স্বাস্থ্যের জন্য প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি পাকিস্তানের এবং বিশ্বের ঐ সব ক্রিকেটারদের ধন্যবাদ জানাতে চাই যারা শুভেচ্ছা পাঠিয়েছেন। আমি রিপোর্টে দেখেছি যে আমার হার্ট অ্যাটাক হয়েছে। আমি হার্ট অ্যাটক করিনি।’

তিনি আরো বলেন, ‘আমি আমার ডাক্তারের কাছে নিয়মিত চেক আপের জন্য গিয়েছিলাম, যিনি বলেছিলেন যে তাঁরা অ্যানজিওপ্লাস্টি করতে চান। এটা সফল এবং সহজ ছিল। আমি হাসপাতালে থেকে মাত্র ১২ ঘণ্টা পর বাসায় ফিরে এসেছি। এখন আমার ভালো লাগছে।’

পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান দেশের হয়ে ১২০ টি টেস্ট খেলেছেন। এই ১২০ ম্যাচের ২০০ ইনিংসে ৪৯.৩৩ গড়ে ৮৮৩০ রান সংগ্রহ করেছেন ইনজামাম। টেস্টে ৪৬ টি হাফ সেঞ্চুরির সাথে ২৫ টি সেঞ্চুরি রয়েছে তাঁর। আর দেশের হয়ে ৩৭৮ ওয়ানডেতে ৩৯.৫৩ গড়ে ৭৪.২৪ স্টাইকরেটে ১১৭৩৯ রান সংগ্রহ করেছেন তিনি।

ওয়ানডেতে ৮৩ টি হাফ সেঞ্চুরির সাথে রয়েছে ১০ টি সেঞ্চুরি। তবে কোন টি-টোয়েন্টি খেলার সুযোগ পাননি তিনি। ২০০৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইনজামাম। খেলোয়াড়ি জীবন শেষে কোচ ও ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করেছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ইনজামাম। এরআগে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এখন তিনি ব্যস্ত নিজের ইউটিউব চ্যানেল নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link