More

Social Media

Light
Dark

মাঠে নামাজ পড়ে বিতর্কের মুখে রিজওয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাঠেই নামাজ আদায় করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। নামাজরত অবস্থায় রিজওয়ানের সেই ভিডিও চিত্র প্রশংসা কুড়ালেও এবার তাঁর বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছেন ভারতের এক আইনজীবী। বিনীত জিন্দাল নামের সে আইনজীবী আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের কাছে একটি অভিযোগপত্রও পাঠিয়েছেন। যেখানে তিনি মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এর আগে অবশ্য এই আইনজীবীই পাকিস্তানের ক্রিকেট সঞ্চালক জয়নাবের বিরুদ্ধে দিল্লীর আদালতে সাইবার আইনে অভিযোগ তুলেছিলেন। জয়নাবের হিন্দুবিরোধী ও ভারতবিদ্বেষী মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন বিনীত জিন্দাল। যার পরিপ্রেক্ষিতে জয়নাব ভারত ছেড়ে যান এবং নিজের পুরনো মন্তব্যের জন্য ক্ষমাও চান।

সে ঘটনার রেশ না কাড়তেই এবার রিজওয়ানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এ আইনজীবী। তাঁর অভিযোগপত্রে তিনি লিখেছেন, ‘এই অভিযোগটা পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে। যিনি চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁর দলের প্রথম ম্যাচে মাঠেই নামাজ পড়েছেন। এটা নিজের ধর্মকে ইচ্ছাকৃতভাবে তুলে ধরার প্রতীকী চিত্র বলেই মনে হয়েছে। এটা কোনো ভাবেই খেলাধুলার সাথে যায় না। এটা স্রেফ চেতনাবিরোধী।’

ads

বিনীত জিন্দাল তাঁর এ অভিযোগপত্রে আরো বলেছেন,  ‘রিজওয়ান যেটা করেছেন, সেটা চেতণাকে প্রশ্নবিদ্ধ করেছে। সে ইচ্ছাকৃতভাবে নিজের ধর্মকে যেভাবে উপস্থাপন করেছেন, তাতে তিনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। মুসলিম হিসেবে তাঁর ভাবনা খেলার চেতনারও উর্ধ্বে। মাঠে রিজওয়ান নিজের ধর্মকে উপস্থাপন করেছেন এবং সংবাদ সম্মেলনে গাজার মানুষদের জয় উৎসর্গ করাটা তাঁর ধর্মীয় ও রাজনৈতিক আদর্শের নমুনা।’

এরপর সেই অভিযোগপত্রে টেনে আনা হয় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেরও একটি ঘটনা। সেখানে বলা হয়, ‘২০২১ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতকে ১০ উইকেটে হারানোর পর মাঠে নামাজ পড়েছিলেন রিজওয়ান। সাবেক পাকিস্তানি বোলার ওয়াকার ইউনিস তখন বলেছিলেন, ‘রিজওয়ান যেটা করেছে, সেটা সবচেয়ে পছন্দ হয়েছে। সে মাঠের মাঝে দাঁড়িয়ে হিন্দুদের সামনে নামাজ পড়েছে।’

অবশ্য মোহাম্মদ রিজওয়ান সে ঘটনার পর প্রশংসায় কুড়িয়েছিলেন। সে সময় নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে তিনি পড়েননি। উল্টো নিজের ধর্মকে উপস্থাপন করার সুযোগ হিসেবে ক্রিকেট ম্যাচকে ব্যবহার করার কারণে পাকিস্তানিদের কাছে প্রশংসিত হয়েছিলেন রিজওয়ান। তবে দুই বছর বাদে এবার সেই ঘটনাকেই প্রশ্নবিদ্ধ করেছেন বিনীত জিন্দাল নামের এ আইনজীবী। রিজওয়ানকে নিয়ে দীর্ঘ অভিযোগনামায় তিনি রিজওয়ানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইসিসির প্রতি অনুরোধ জানিয়েছেন।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link