More

Social Media

Light
Dark

যে কারণে টাইগার শোয়েবকে ‘সরি’ বলল ভারতীয় সমর্থকরা

পুনেতে ভারতের বিপক্ষে সামান্য লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ। দেশের গণ্ডি পেরিয়ে সাকিব, মুশফিকদের সে ম্যাচ দেখতে অনেক বাংলাদেশি সমর্থকই পাড়ি জমিয়েছিলেন পুনেতে। তবে সেখানে অনাকাঙ্খিত এক ঘটনার সম্মুখীন হয়েছে বাংলাদেশি সমর্থকরা। ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হিসেবে জনপ্রিয় শোয়েব আলী।

আর সেই ঘটনারই কিছু অংশ বিশেষ ধারণ করে ভিডিও চিত্রের মাধ্যমে ফেসবুকে প্রকাশ করেছেন শোয়েব আলী। সেখানে দেখা যায়, এক ভারতীয় সমর্থক পুতুলকৃত বাঘের লেজ ধরে টেনেছেন এবং শেষ পর্যন্ত বাঘটা টেনে ছিড়ে ফেলেছেন। ভারতীয় সেই সমর্থকের এমন ধৃষ্টতায় রীতিমত বিস্ময় প্রকাশ করেছিলেন শোয়েব আলী।

ads

ভিডিওর সাথে ক্যাপশনযোগে সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘ভারতের সমর্থকদের থেকে কখনই এমনটা আশা করিনি! ভারতের আইকোনিক ফ্যানরাও আমাদের দেশে আসেন। তারা জানেন, তাদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করি।’

যদিও শোয়েব আলীর সঙ্গে অনাকাঙ্খিত সে ঘটনায় ভারতের একদল ভক্ত তাঁর কাছে দু:খ প্রকাশ করেছেন। তাদের মতে, ‘ভারতের সংখ্যাগরিষ্ঠ সমর্থক মহলে কিছু সংখ্যক মানুষ এমন বিরূপ আচরণ করেছে। এমনিতে প্রতিবেশি দেশ হিসেবে বেশিরভাগই যে কোনো বাংলাদেশি মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করে থাকে।’

অবশ্য একই ভিডিওতে শোয়েব আলী ভারতীয় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এর আগে এমন অনাকাঙ্খিত পরিস্থিতে কখনো পড়িনি। তবে যারা করছে তাঁরা সংখ্যায় কম। সিংহভাগই আমাদের অনেক সাহায্য সহযোগিতা করে।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link