More

Social Media

Light
Dark

ভারতীয় ব্যাটারদের ভিনদেশি সিংহাসন

ঘরের মাঠের চৌকাঠ পেরিয়ে বিদেশের ক্রিকেটভূমে সবাই আধিপত্য বিস্তার করতে পারে না। অচেনা কন্ডিশনে সকল প্রতিকূলতা ডিঙিয়ে পারফর্ম করাটা সহজসাধ্য কোনো কাজও নয়। তবে অনেকেই আবার আছেন, যারা নিজের ছন্দটা অটুট রাখেন বাইরের মাটিতেও।

খেলা ৭১ বেছে নিয়েছে এমন কিছু ভারতীয় ব্যাটারকে, যারা ২০১০ সালের পর থেকে দেশের বাইরের মাটিতে ব্যাট হাতে ছিলেন সাবলীল। চলুন দেখে নেওয়া যাক।

  • বিরাট কোহলি

দেশ এবং দেশের বাইরে, দুই জায়গাতেই সফল ভারতীয় এ ব্যাটার। শেষ দুই বছরে লাল বলের ক্রিকেটে তেমন চেনা ছন্দে ছিলেন। ব্যাটিং গড় নেমে গিয়েছে পঞ্চাশের নিচে। তবে ২০১০ সালের পর থেকে এখন পর্যন্ত বিদেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ রান এসেছে এ ব্যাটারের ব্যাট থেকেই।

ads

কোহলির টেস্ট ক্রিকেটে অভিষেক অবশ্য ২০১০ এর পরেই, ২০১১ সালে। সেই থেকে এখন পর্যন্ত বিদেশের মাটিতে ৫৯ টা টেস্ট খেলেছেন এ ব্যাটার। যেখানে তিনি ৪১.২৯ গড়ে করেছেন ৪৩৩৫ রান। টেস্ট ক্যারিয়ারের ২৮ সেঞ্চুরির ১৪ টা এসেছে এই বিদেশের মাটিতেই। এর পাশাপাশি ১৬ টা অর্ধশতক রয়েছে তাঁর। যেখানে ভারতের মাটিতে তাঁর টেস্ট হাঁফসেঞ্চুরির সংখ্যা ১২ টা।

  • চেতেশ্বর পুজারা

আসন্ন উইন্ডিজ সফরে ভারতীয় টেস্ট দল থেকে জায়গা হারিয়েছেন পুজারা। তবে পরিসংখ্যান বলছে, কোহলির পর ২০১০ থেকে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান এসেছে পুজারার ব্যাট থেকে।

এ সময়কালে ৯ সেঞ্চুরিতে ৩৬.৪৮ গড়ে ৫২ টেস্টে তিনি করেছেন ৩৩৫৬ রান। অবশ্য ভারতের মাটিতে পুজারার ব্যাটিং গড় বেশ ঈর্ষণীয়, ৫২.৫৯!

  • আজিঙ্কা রাহানে

ক্যারিয়ারে ঘরের চেয়ে বাইরের মাটিতেই বেশি টেস্ট খেলা হয়েছে রাহানের। এখন পর্যন্ত খেলা ৮৩ টেস্টের মধ্যে ৫১ টাই তিনি খেলেছেন বিদেশের মাটিতে।

আর তাতে বেশ সফল ভারতীয় এ ব্যাটার। ৮ সেঞ্চুরি ও ১৮ হাফ সেঞ্চুরিতে ৪০.৭৪ গড়ে করেছেন ৩৪২২ রান।

  • মুরালি বিজয়

ভারতীয় দলের হয়ে মুরালি বিজয় সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৮ সালে। তবে ২০১০ এর পর থেকে বিদেশের মাটিতে রান তোলার দিক দিয়ে এ ব্যাটার ঠিকই রয়েছেন সেরা পাঁচে।

ভারতের বাইরে খেলা ৩১ টেস্টে তিনি ৩০.৮০ গড়ে করেছেন ১৭২৫ রান। যেখানে তিনি ৩ টি সেঞ্চুরি ও ৯ টা হাফসেঞ্চুরি পেয়েছেন।

  • লোকেশ রাহুল 

মুরালি বিজয়ের মতোই ভারতের বাইরে এখন পর্যন্ত ৩১ টি টেস্ট খেলেছেন লোকেশ রাহুল। তাতে ৩০.৬৯ গড়ে ১৭১৯ রান করেছেন এ ব্যাটার।

পরিসংখ্যান তেমন আহামরি না হলেও এই অল্প সংখ্যক ম্যাচে বিদেশের মাটিতে ৬ টা সেঞ্চুরি হাঁকিয়েছেন লোকেশ রাহুল।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link