More

Social Media

Light
Dark

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে চমক, থাকছেন না তিন তারকা!

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন তিনজন তারকা, এমন চাঞ্চল্যকর তথ্য ভেসে বেড়াচ্ছে দেশটির ক্রিকেটাঙ্গনে। আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা না করলেও এই তিনজন ক্রিকেটারকে বাদ দেয়ার খবর ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে। এই তিনজন হলেন মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার, ওপেনার শুভমান গিল এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

এর মধ্যে গিলের বাদ পড়ার কারণ ব্যাট হাতে তাঁর অফ ফর্ম। সাম্প্রতিক সময়ে যশস্বী জয়সওয়াল দারুণ পারফর্ম করার জায়গা হারাতে পারেন তিনি। অন্যদিকে, শৃঙ্খলাজনিত কারণে সম্ভবত বিশ্বকাপের টিকিট মিস করবে আইয়ার, বোর্ডের নির্দেশনা থাকা সত্ত্বেও রঞ্জি ট্রফিতে খেলেননি তিনি, সেটার প্রভাব পড়তে পারে।

জুন মাসেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তবে স্কোয়াড ঘোষণা করতে হবে মে মাসের মধ্যেই। দলগুলোর হাতে তাই খুব বেশি সময় বাকি নেই আর, ইতোমধ্যে স্কোয়াড গুছিয়ে নিতে শুরু করেছে প্রায় সবাই।

ads

ভারতও সেটির ব্যতিক্রম নয়, একটা আন্তর্জাতিক শিরোপা জিততে মরিয়া হয়ে উঠেছে তাঁরা, তাই প্রস্ততির প্রশ্নে কোন আপস করছে না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের ঝালাই করে নিয়েছে তাঁরা; এর পাশাপাশি চূড়ান্ত করা হয়েছে দলটির বিশ্বকাপ স্কোয়াড।

সম্ভাব্য এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহম্মদ সিরাজ, আর্শদ্বীপ সিং, লোকেশ রাহুল। মূল স্কোয়াডে এদের উপস্থিতি প্রায় নিশ্চিত।

এছাড়া অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের মাঝে লড়াই হবে। আবার শিভম দুবে, রবি বিষ্ণুই, সঞ্জু স্যামসন, জীতেশ শর্মা, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়ার এদের মধ্য থেকে সুযোগ পাবেন কয়েকজন। ব্যাকআপ পেসার হিসেবে ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেয়ার সম্ভাবনা আছে মুকেশ কুমারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link