More

Social Media

Light
Dark

ওয়ানডেতেও ভারতের তরুণ তুর্কিরা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য তিন নতুন মুখ সহ মোট ১৮ সদস্যর ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ফর ইন্ডিয়া (বিসিসিআই)। দলে নতুন তিন মুখ হলেন ক্রুনাল পান্ডিয়া, প্রাসিদ কৃষ্ণা ও সূর্যকুমার যাদব। টেস্ট সিরিজে ৪-১ এ জয়ের পর টি-টোয়েন্টিতে ২-২ এ সিরিজ সমতায় এনেছে স্বাগতিক ভারত। আগামী ২৩ শে মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এ ছাড়া দলে আছেন নটরাজন।

বিজয় হাজারে ট্রফিতে দূর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো দলে  জায়গা করে নিয়েছেন প্রাসিদ কৃষ্ণা ও ক্রুনাল পান্ডিয়া। অপরদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দূর্দান্ত মৌসুম কাটানোর পর ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচে ব্যাট হাতে সুযোগ পেয়েই মেইডেন ফিফটি করে ওয়ানডে সিরিজেও জায়গা করেন নিয়েছেন প্রতিভাবান সূর্যকুমার যাদব।

ভিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন প্রাসিদ কৃষ্ণা! ৫.৪৪ ইকোনমিতে ৫ মেইডেন সহ ১৪ উইকেট নিয়েছেন তিনি। ১৭ রানে ৪ উইকেট আছে সেরা ম্যাচ ফিগার। ভিজয় হাজারে ট্রফির ২০২১ মৌসুমে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সাতে অবস্থান করছেন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া প্রাসিদ।

ads

প্রাসিদের সাথে ভিজয় হাজারে ট্রফি থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া আরেকজন হলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভাই ক্রুনাল পান্ডিয়া। ৫ ম্যাচে ১২৯ গড়ে করেছেন ৩৮৮ রান! ২ সেঞ্চুরি ও ২ ফিফটির সাথে আছে ম্যাচ সেরা অপরাজিত ১৩৩ রানের ইনিংস। ব্যাট হাতে দাপুটে সেশন পার করা ক্রুনাল পান্ডিয়া তাই মেইডেন কল পেয়েছেন ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে। ভাগ্য সহায় হলে ইউসুফ পাঠান-ইরফান পাঠানের পর আবারো ওয়ানডেতে ভারতের হয়ে দুই ভাইকে একসাথে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে। ক্রুনালের অবশ্য আগেই টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেছে।

প্রাসিদ কৃষ্ণা ও হার্দিক পান্ডিয়া মূলত ভিজয় হাজারে ট্রফির পারফরম্যান্স ভিত্তি করে দলে ডাক পেলেও সূর্যকুমার যাদব ডাক পেয়েছেন দীর্ঘদিন ঘরোয়া পারফরম্যান্স ও আইপিএলে গত সেশনে ব্যাট হাতে রান বন্যার কারণে। সবশেষ গতকাল ইংলিশদের বিপক্ষে ব্যাট হাতে প্রথম ম্যাচে নেমেই দূর্দান্ত ফিফটি!

গত আসরের আইপিএল ১৬ ম্যাচে ৪৮০ রান। গত ম্যাচে ইংলিশ বধের রাতে ৩১ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস তারপর ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার। সব মিলিয়ে দারুন ছন্দে আছেন সূর্যকুমার। আর তার পরিশ্রম আর প্রতিভা তাকে সুযোগ করে দিলো আরেকটি ফরম্যাটে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার।

নিয়মিত পেসার বুমরাহর বাইরে থাকা টা যেমন তরুন পেসার নটরজানের নিজের জায়গা পাকা করার জন্য বড় সুযোগ তেমনি সুযোগ পেলে নিজেদের উজাড় করেই দিতে চাইবেন সূর্যকুমার, প্রাসিদ কিংবা ক্রুনাল পান্ডিয়ারা। অপেক্ষা শুধু মাত্র একটি সুযোগের।

১৮ সদস্যর ওয়ানডে স্কোয়াডঃ

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), প্রাসিদ কৃষ্ণা, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, থাঙ্গারাসু নটরজান, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, রিশাব পান্ট, লোকেশ রাহুল, য়্যুজভেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link