More

Social Media

Light
Dark

আইসিসি ইভেন্ট মানেই ভারতের কান্না

২০০৭ থেকে ২০১৩, আইসিসি টুর্নামেন্টের ট্রফি জয়টাকে অনেকটাই যেন সহজ ব্যাপার বানিয়ে ফেলেছিলেন মাহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে ভারতের ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন ধোনি।

এরপর ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল ভারত। কিন্তু এরপরের দশ বছরে যেন আইসিসি ট্রফি জিততেই ভুলে গেছে ভারত। গত দশ বছরেও আটটি আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে খেলেছে ভারত।

কিন্তু, প্রতিবারই সঙ্গী হয়েছে হতাশা। সেই ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হার দিয়ে ভারতের শুরু, এবার সর্বশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে আইসিসি ট্রফির অপেক্ষাটা আরো বাড়ালো ভারত।

ads

২০১৩ সালে ভারতের সর্বশেষ আইসিসি ট্রফি জেতার পর থেকে প্রতিটি টুর্নামেন্টেই সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলেছে ভারত। কিন্তু, কোনোবারই আর শিরোপার স্বাদ পাওয়া হয়নি টিম ইন্ডিয়ার। তাই গত দশ বছর ধরে ভারতের অর্জন শুধুমাত্র এশিয়া কাপ আর নিদাহাস ট্রফির শিরোপা।

গত ১০ বছরে আটটি আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে খেলাই প্রমাণ দেয় দল হিসেবে টুর্নামেন্টের শুরুটা ভালোই করে ভারত। কিন্তু সেমিফাইনাল কিংবা ফাইনালের বাঁধা আর পেড়োনো হয়নি ভারতের।

২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতার পরের বছরেই বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। মিরপুরে সেই ফাইনালে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরে ভারতের দুর্দশার শুরু।

এরপর ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ চার থেকেই বিদায় নিতে হয় তখনকার বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে। সিডনির সেই সেমিফাইনালে ৯৫ রানের বড় ব্যবধানে হারে ভারত।

এরপর নিজেদের মাঠে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় ভারতের। মুম্বাইয়ের সেই সেমিফাইনালে ক্যারিবিয়ানদের কাছে সাত উইকেটে হারে টিম ইন্ডিয়া।

২০১৭ সালে আবারো ফাইনালে গিয়ে শিরোপার স্বপ্নভঙ্গ হয় ভারতের। এবার ওভালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারে বিরাট কোহলির ভারত।

২০১৫ সালের পর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইলানেও ওঠে ভারত। এবার ভারতের ফাইনালে যাবার জন্য বাঁধা হয়ে দাঁড়িয়ে নিউজিল্যান্ড। কিউইদের কাছে ভারতের ১৮ রানে হারের ম্যাচটিই হয়ে আছে মাহেন্দ্র সিং ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ।

২০২১ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে ওঠে ভারত। তবে বৃষ্টি বিঘ্নিত সেই ফাইনালে ভারতকে আট উইকেটে হারিয়ে প্রথম আসরের শিরোপা নিজেদের করে নেয় কিউইরা।

এরপর ২০২১ ও ২০২২ সালে টানা দুই বছর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ ভারত। ২০২১ সালের বিশ্বকাপে তো ভারত প্রথম পর্বের বাঁধাই পেড়োতে পারেনি। আর ২০২২ সালের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের লজ্জা নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় ভারতকে।

সর্বশেষ এবার ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালেও অজিদের কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরে আইসিসি ট্রফি জয়ের অপেক্ষাটা আরো বড় করেছে ভারত।

সামনেই ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। এক দশকের ট্রফি খড়া ঘোচানোর জন্য এত বড় সুযোগ ভারত কিভাবে কাজে লাগায় সেদিকেই আগ্রহ সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link