More

Social Media

Light
Dark

কমিটি মনে করে, বিশ্বকাপে হাতুরুসিংহে অসদাচরণ করেও থাকতে পারেন!

মাঠের ক্রিকেট নয়, বরং বিশ্বকাপ চলাকালে মাঠের বাইরের খবরেই আলোড়ন তুলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে বিশ্বকাপ শেষে একটি গণমাধ্যমে আসে নাসুম আহমেদের সঙ্গে কোচ হাথুরুসিংহের অসদাচরণের অভিযোগ।

যদিও, নাসুম আহমেদ নিজে এই ব্যাপারে মুখ খোলেননি। এমনকি কোচ চান্দিকা হাতুুরুসিংহে প্রকাশ্য সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে বরং দোষারোপ করেন সংশ্লিষ্ট গণমাধ্যমকে।

যদিও, বিষয়টা নিয়ে বেশ সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়নের উদ্দেশ্যে তিন সদস্যের বিশেষ কমিটি মনে করে, বিশ্বকাপে এমন কিছু ঘটেও থাকতে পারে। বিশেষ করে নাসুমসহ সংশ্লিষ্ট অনেকের সাথেই এই কমিটির সদস্যদের কথা হয়েছে।

ads

এই কমিটির সদস্য বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন, মাহবুব আনাম ও আকরাম খান। তবে, এ ব্যাপারে তাঁরা আছেন তথ্য-প্রমাণের অপেক্ষায়। এই বিষয়ে বিসিবির অন্দরমহলে পরিস্থিতি বেশ ঘোলাটে। ঘটনাটা স্পর্শকাতর বলে এখনও বিষয়টা নিয়ে বিসিবি খুব জোর আলোচনা চালাতে নারাজ।

বিশেষ করে, কোচের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানোর মতো সুনির্দিষ্ট ও যথেষ্ট শক্ত তথ্য–প্রমাণ নাকি তাঁরা এখনো পাননি। তাই, সিদ্ধান্ত ঝুলে আছে। আর হাতুরুসিংহে তো ঘটনার কথা অস্বীকারই করেছেন। তবে, সংশ্লিষ্ট কমিটি প্রতিবেদন দিলে ঘটনাটির ব্যাপারে খোলাসা হবে।

জানা গেছে, এনায়েত হোসেনের নেতৃত্বাধীন এই কমিটে নিজেদের কাজ অনেকটাই গুছিয়ে এনেছে। এখন শেষ মুহূর্তের কাজ বাকি। দ্রুতই বোর্ডের হাতে জমা হয়ে যাবে এই রিপোর্ট। সেখানে গুরুত্বপূর্ণ সব বিষয়ের কারণ অনুসন্ধান ছাড়াও জাতীয় দল ও বোর্ডের জন্য কিছু জরুরী দিক নির্দেশনাও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link