More

Social Media

Light
Dark

আবারও হাসপাতালে ক্যাসিয়াস

স্প্যানিশ ফুটবল গ্রেট ইকার ক্যাসিয়াসের সময়টা অনেকদিন ধরেই ভালো যাচ্ছে না। শরীর, পরিবার; সবখানেই জটিলতা। আবারও খারাপ খবর এসেছে। খবর অনুযায়ী আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াসকে।

বন্ধুদের সাথে প্যাডেল টেনিস খেলতে বের হয়েছিলেন ইকার ক্যাসিয়াস। কিন্তু সেখানেই অতিরিক্ত হৃদস্পন্দনের কারণে খেলায় মনোযোগ দিতে পারছিলেন না। বন্ধুরা বুঝতে পেরে দ্রুত তাঁকে নিয়ে যান হাসপাতালে। প্রথমে ভাবা হয়েছিল ক্যাসিয়াসের খুব সম্ভবত আরেকটি হার্ট অ্যাটাক হয়েছে।

কিন্তু, পরীক্ষা শেষে জানা যায় সেরকম কিছু হয়নি। হার্ট অ্যাটাক না হলেও ঠিক কী কারণে ক্যাসিয়াসের এমনটা হয়েছে সে ব্যাপারেও ঠিক করে কিছু বলতে পারেননি ডাক্তাররা। এখন তিনি ডাক্তারদের নিবিড় পরিচর্যায় আছেন।

ads

ক্যাসিয়াসের হার্ট অ্যাটাকের শংকা উড়িয়ে দেওয়া হয়নি প্রথমে। ঠিক দুই বছর আগে ২০১৯ সালের মে মাসেই প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল তার।

পোর্তোর জার্সিতে ট্রেনিং সেশনেই মাটিতে লুটিয়ে পরেছিলেন ক্যাসিয়াস। টেনিং করতে করতেই প্রথম হার্ট অ্যাটাক হয় তার। ট্রেনিং থেকেই সরাসরি হাসপাতালে ভর্তি হতে হয় ক্যাসিয়াসকে। আর সেখান থেকে যখন ফিরলেন তখন আর আগের মতন করে ফুটবলকে রাঙাতে পারেন নি।

হাসপাতাল থেকে ফেরার পর পরই ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্যাসিয়াস। ২২ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে হয়েছিল হাসপাতালের সামনে নিজের স্ত্রীকে পাশে রেখেই।

মাঠের ফুটবলকে বিদায় বললেও মাঠ তাঁকে ছাড়েনি। পোর্তোর জার্সিতে কখনও লিগ শিরোপা উঁচিয়ে ধরা হয়নি ক্যাসিয়াসের। সে কারণে অবসর নেওয়া সত্তেওো পরের মৌসুমে পোর্তো ম্যানেজমেন্ট তাকে দলের সাথে রাখে। এবং তার সাথে মিলে লিগ জয় উদযাপন করেই তাকে অফিসিয়ালি অবসর নিতে দেয় পর্তুগিজ দলটি।

এই বছরটাও খুব একটা ভালো যাচ্ছে না তার। ২ মাস আগে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে স্ত্রী সারা কারবোনেরোর সঙ্গে। ২০১০ বিশ্বকাপে যাকে চুমু খেয়ে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন ক্যাসিয়াস। ১২ বছর একসাথে থাকার পর ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাদের।

ভালো খবরের মধ্যে শৈশবের ক্লাব রিয়াল মাদ্রিদ ফেডারেশনের সিইও হিসেবে নিয়োগ পেয়েছিলেন ক্যাসিয়াস। পরের মৌসুম থেকে পাকাপাকিভাবে কাজ শুরু হতো তার। কিন্তু তার আগেই আবারও দু:সংবাদ শুনতে হলো তাকে ও সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link