More

Social Media

Light
Dark

ভারত করলেই বাহবা, পাকিস্তানেই যত অভিযোগ

এবারের বিশ্বকাপে একের পর এক দেখিয়ে যাচ্ছেন দুর্দান্ত সব পারফর্ম্যান্স, প্রথমবার বিশ্বমঞ্চে পা রেখেই বনে গিয়েছেন প্রতিপক্ষের আতঙ্কের কারণ। গল্পের নায়ক আর্শদীপ সিং। তবে আলোচনায় উঠে এসেছে সর্বশেষ ম্যাচে আর্শদীপের করা রিভার্স সুইং। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন ভারতের এই তরুণ বাঁ-হাতি পেসারের বিরুদ্ধে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ২৪ রানে জয় পেলেও আর্শদীপের বোলিং নিয়ে চলছে আলোচনা। ইনজামাম তাঁর ইউটিব চ্যানেলে বলেন, ‘আর্শদীপ যখন ১৫ তম ওভারে বল করতে আসে, তখন তাঁর বলে সুইং হচ্ছিল। ম্যাচের এত কম সময়ে  বল কিভাবে রিভার্স সুইং করে? অর্থাৎ ১২-১৩ ওভারেই বলটিকে প্রস্তুত করা হয়েছে। আম্পায়ারদের অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’

যদিও ১৫ তম ওভারে বল করতে আসেননি আর্শদীপ। তিনি এসেছেন ১৬ তম ওভারে। সে সময় অস্ট্রেলিয়ার প্রয়োজন ৩০ বলে ৬৫ রান। ১৮ তম ওভারে যখন আর্শদীপ আবার আসেন, অজিরা তখন ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছে। তাদের তখন প্রয়োজন ৫৩ রান আর হাতে ছিল মাত্র ১৮ বল। ওই ওভারে আর্শদীপ খরচ করেন ১৩ রান।

ads

যদিও পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার স্পষ্ট করে বলেননি ঠিক কোন বলে আর্শদীপ বলে সুইং করেছিল। সেই প্রসঙ্গে তিনি অভিযোগ সুরে বলেন, ‘যদি পাকিস্তানি বোলার এমন করত তাহলে অনেক সরগোল পড়ে যেত। আমাদের জানা আছে কীভাবে বল রিভার্স হয়। আর্শদীপের বল ১৫তম ওভারে রিভার্স করায় স্পষ্ট হয় যে, বলে বিশেষ কিছু গুরুতর কাজ হয়েছে।’

অনেকটা খোঁচা দিয়েই ইনজামাম বলেন, ‘যদি বুমরাহ (জাসপ্রিত বুমরাহ) একই কাজ করত বোধগম্য ছিলো। তার অ্যাকশনই এরকম। যখন অন্য বোলার নির্দিষ্ট অ্যাকশন ও গতিতে করে, তার মানে দাঁড়ায় বল বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। হয়ত উইকেট শক্ত ও খড়খড়ে। আমাদের দেখতে হবে।’

সুইং আর রিভার্স সুইং সবই নিয়মিত দেখা যায় পাকিস্তানি বোলারদের বোলিংয়ে। যদিও বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে তোলা বল টেম্পারিংয়ের অভিযোগ। পরিস্থিতি এমন দাড়িয়েছে যে, ভারত করলেই তালি আর পাকিস্তান করলে শুধুই গালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link