More

Social Media

Light
Dark

বরিশালের হয়ে বিপিএলে ইব্রাহিম জাদরান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর কবে নাগাদ শুরু হবে, তা এখনও নির্ধারিত হয়নি। তবে এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।

এর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে ফরচুন বরিশাল। এই কিছু দিন আগেই তামিম ইকবালকে দলে ভিড়িয়েছিল তাঁরা। এবার সরাসরি সাইনিংয়ে আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরানকে দলে টেনেছে ফরচুন বরিশাল।

আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তারা এই বিষয়টি নিশ্চিত করেছে তাঁরা। বিপিএল অবশ্য ইব্রাহিম জাদরানের জন্য নতুন কোনো অভিজ্ঞতায় নয়।

ads

এর আগের আসরে এই ফরচুন বরিশালের হয়েই খেলেছিলেন এ ব্যাটার। যদিও ইব্রাহিম জাদরানের টি-টোয়েন্টি পরিসংখ্যান অবশ্য খুব দারুণ কিছু নয়। এখন পর্যন্ত এই সংস্করণে ২৪ টা আন্তর্জাতিক ম্যাচে ২৬.৫০ গড়ে ৫৩০ রান করেছেন। যেখানে তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১০২.৭১।

তবে আফগান  মূলত নজর কেড়েছেন সর্বশেষ বাংলাদেশ সফরে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে অপরাজিত ৪১ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচেই হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। আর এর পরই মূলত সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে যান এ ব্যাটার।

সেই ধারাবাহিকতায় সামনের বিপিএলের জন্য আগে ভাগেই তাঁকে দলভূক্ত করলো ফরচুন বরিশাল। এর আগে পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামানকেও দলে নিয়েছে এ ফ্রাঞ্চাইজি।

এখন পর্যন্ত ২ বার বিপিএলে অংশ নিয়ে কোনো বারই শিরোপা জিততে পারেনি ফরচুন বরিশাল। ২০২২ সালে অবশ্য বিপিএল শিরোপার খুব কাছে থেকে ফিরেছিল বরিশাল।

সাকিবের নেতৃত্বাধীন দলটা সেবার শেষ পর্যন্ত রানার্সআপ হয়েছিল। তবে সামনের বিপিএল থেকে বরিশাল শিবিরে আর দেখা যাবে না সাকিবকে। বরিশালের ডেরা ছেড়ে সাকিব আগামী আসর থেকে খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

অবশ্য আগামী বিপিএল আয়োজনের জন্য কিছুটা বেগ পেতেই হবে বিসিবিকে। কারণ জানুয়ারিতে শুরু হলে তা শেষ করতে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যে। কারণ ঐ ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। এ দিকে ডিসেম্বের-জানুয়ারিতেও রয়েছে সমস্যা। কারণ বাংলাদেশের জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ সময়েই।

যদিও গত বছরের জুলাইয়ে বিসিবির পরিচালনা পর্ষদের একটি সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পরবর্তী তিন বিপিএলের তারিখ চূড়ান্ত করে ফেলেছিলেন। তখনকার ভাষ্যমতে, ২০২৩ বিপিএলের জন্য সময় বরাদ্দ হয়েছিল ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রয়ারি, ২০২৪ বিপিএলের ক্ষেত্রে তা ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি আর ২০২৫ সালে বিপিএল হওয়ার কথা রয়েছে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link