More

Social Media

Light
Dark

এসিসির সম্মতি, হাইব্রিড মডেলেই হবে এশিয়া কাপ

ভারত-পাকিস্তানের মাঠের ক্রিকেটীয় দ্বৈরথ জুড়ে সব সময়ই থাকে নাটকীয়তা, রোমাঞ্চ আর উত্তপ্ত পরিস্থিতি। এবার সেই রেশ ছুঁয়েছিল দুটি দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার মধ্যেও।

মাঠের বাইরের সে লড়াইয়ে ছেড়ে কথা বলছিল না কেউই। তবে শেষমেশ কিছুটা মধ্যস্থতায় শেষ হয়েছে দীর্ঘদিন ধরে চলমান এ লড়াই। আর তাতেই আলো ফিরে পেয়েছে সম্ভাব্য এশিয়া কাপের আয়োজন। 

অবশেষে অনিশ্চয়তার অবসান ঘটতে চলেছে। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। সম্প্রতি এমন খবরই দিয়েছে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। 

ads

হাইব্রিড মডেলে পাকিস্তান দ্বিতীয় ভেন্যু হিসেবে প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতকে। তবে শেষ খবর বলছে আরব আমিরাত নয়, হাইব্রিড মডেলে দ্বিতীয় ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে শ্রীলঙ্কা।

পাকিস্তানের দেওয়া প্রস্তাব অনুযায়ী আসন্ন এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ তাদের মাটিতে অনুষ্ঠিত হবে। ভারত এবং টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়। 

এ নিয়ে আগামী ১৩ জুন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। তবে এক তথ্যসূত্রে জানা গিয়েছে, এশিয়া কাপের জন্য ১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য সময়সূচি ধরে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায় এগিয়েছে এসিসি।  

এর আগে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন নিয়ে বিপক্ষে অবস্থান করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর দফায় দফায় বৈঠকের পরও বিসিসিআইয়ের মন গলাতে পারেনি পিসিবি।

উল্টো টুর্নামেন্টটির সবগুলো ম্যাচই একক ভেন্যু শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেওয়া হয় বিসিসিআইয়ের তরফ থেকে। যেটা প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আবার এশিয়াকাপ সহ ভারতে আসন্ন বিশ্বকাপ খেলার ব্যাপারে বয়কটের ডাক দেয় পাকিস্তান।

এভাবে বেশ কিছু দিন ধরে দুই দেশের বৈরিতায় চলমান অস্থিরতায় ভেস্তে যেতে বসেছিল এবারের এশিয়া কাপ। তবে অবশেষে পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেলেই এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের আগের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে। ফলত, দীর্ঘ দিন ধরে এশিয়া কাপ নিয়ে চলমান অনিশ্চয়তা অবশেষে কাটতে যাচ্ছে। একই সাথে, ধারণা করা যাচ্ছে, ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের ব্যাপারে আগের সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান। 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link