More

Social Media

Light
Dark

ডেম্বেলেকে হারিয়ে কার উপর চোখ রাখছে বার্সা?

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে মজেছেন উসমান ডেম্বেলে। আর ভবিষ্যৎ গন্তব্য হিসেবে ফ্রেঞ্চ এ ফুটবলার বেছে নিচ্ছেন পিএসজিকেই। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি।

তবে শেষ খবর বলছে, ৫০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি তে ডেম্বেলেকে  দলে টানার বিষয়ে বার্সার সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে পিএসজি। পাঁচ বছরের চুক্তিতে ফরাসি ক্লাবটিতে যোগ দিতে রাজি হয়েছেন ডেম্বেলেও।

যদিও এই ৫০ মিলিয়নের মাত্র ২৭ মিলিয়ন ইউরো পাবে বার্সেলোনা। তাতেও অবশ্য স্প্যানিশ এ ক্লাবের তেমন ক্ষতি হচ্ছে না। বরং এই অর্থ দিয়ে নতুন খেলোয়াড় দলে টানার সুযোগ পাচ্ছে তারা।

ads

এমনিতে সর্বশেষ মৌসুমে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই ছিলেন ডেম্বেলে। তবে তাঁর প্রস্তানেও বার্সা স্কোয়াডে তেমন ক্ষতি হচ্ছে না। কারণ রাইট উইংয়ে বার্সার স্কোয়াডে দেম্বেলে বাদেও রয়েছে আরো তিন ফুটবলার।

রাফিনহা, ফেরান তোরেস ও লামিনে ইয়ামাল, এই তিন উইঙ্গারই রাইট উইংয়ে খেলতে পারেন। তাই বার্সা বস জাভিকে আপাতত দেম্বেলের রিপ্লেসমেন্ট নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে না।

তবে সার্জিও বুস্কেটসের যোগ্য রিপ্লেসমেন্ট এখনও দলভুক্ত হয়নি। ট্রান্সফার উইন্ডোতে শুরু থেকেই জো কানস্যালোর প্রতি আগ্রহ ছিল বার্সার। কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।

ধারণা করা হচ্ছে, দেম্বেলের রিলিজ ক্লজ দিয়ে ক্যানসেলোকে দলে টানতে পারে বার্সা। অথবা ম্যানসিটির সাথে লোন ডিলেও এগোতে পারে তারা।

তবে ক্যানসেলোকে শেষ পর্যন্ত দলে না  টানতে পারলে রিয়াল ভায়োদালিদের রাইট ব্যাক ইভান ফ্রেসনেডাকে বিকল্প হিসেবে খুঁজে নিতে পারে বার্সেলোনা। তাঁকে পেতে হলে বার্সাকে গুণতে হবে ২০ মিলিয়ন ইউরো।

তবে কাতালানদের জন্য আদর্শ ব্যাপার হতে পারে, যদি তারা এই দুই ফুলব্যাককেই দলে ভেড়াতে পারে। এতে করে ক্যানসেলো ফুলব্যাক হিসেবে খেলবেন। আর বালদের ব্যাকআপ হিসেবে খেলতে পারবেন ফ্রেসনেডা।

বার্সায় দেম্বেলের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। তবে তার আগেই যে ফ্রেঞ্চ এ ফুটবলার ন্যূ ক্যাম্প ছাড়ছেন তা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সায় যোগ দেন দেম্বেলে। তবে কাতালানদের হয়ে ছয় মৌসুম কাটালেও চোটের কারণে বেশির ভাগ সময়েই ছিলেন মাঠের বাইরে। এখন পর্যন্ত কাতালানদের হয়ে ১৮৫ ম্যাচে ৪০ গোল করেছেন তিনি।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link