More

Social Media

Light
Dark

বিজয়ের জার্সি পাওয়ার গল্প

হঠাৎই গণমাধ্যমকর্মীদের ক্যামেরার চোখ খুঁজে নিল এনামুল হক বিজয়কে। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা মেলেনি। এই মুহূর্তে মাঠের ক্রিকেটেও কোনো ব্যস্ততা নেই। তাহলে বৃষ্টি মুখর দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাস্যজ্বল বিজয়ের উপস্থিতি কেন? 

না। বিজয় এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের দলে উপেক্ষিতই থাকছেন। কোনো ভাগ্যবদল তাঁর আপাতত ঘটছে না। মূলত, বাংলাদেশ দলের ক্যাম্পে জায়গা না পেলেও এ ব্যাটার জায়গা পেয়েছেন বাংলাদেশ টাইগার্সের কন্ডিশনিং ক্যাম্পে।

আগামী ১০ আগস্ট থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হতে যাওয়া সে ক্যাম্পের জন্যই মূলত নিজের জার্সি বুঝে নিতে এসেছিলেন বিজয়। বিজয় জার্সি নিয়েছেন, চম্পকা রামনায়েকের সাথে কিছুক্ষণ আলাপচারিতাও করেছেন। এর কিছুক্ষণ পর নিজের আবার মিরপুর ত্যাগও করেছেন। 

ads

আগামী ৮ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দলের বিশেষ ক্যাম্প। বিজয় অবশ্য সেই ক্যাম্পে ডাক পাননি। ডিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার হওয়া স্বত্ত্বেও কেন ৩২ জনের দলে বিজয়ের জায়গা হলো না, তা নিয়ে সমালোচনা হয়েছে অনেক। 

অবশ্য ক্রিকেটারদের তো নিজের পথটা নিজেকেই তৈরি করতে হয়। বিজয়ও তাই সেই বাস্তব মেনে সম্মুখ পানে এগোচ্ছেন। ব্যাট হাতে ছন্দটা ধরে রাখাই তাঁর এখন মূল লক্ষ্য। আর তাই এশিয়া কাপে সুযোগ না পাওয়ার আক্ষেপ ঝেড়ে নিজেকে আবারো প্রমাণ করার দিকেই চোখ বিজয়ের।

আর সেটির মঞ্চ হিসেবে আপাতত পাচ্ছেন বাংলাদেশে টাইগার্সের ক্যাম্প।  এর আগে অবশ্য চট্টগ্রামেই ২১ দিনের ক্যাম্প করেছিল বাংলাদেশ টাইগার্স। এবারের ক্যাম্পটা ১৪ দিনের। 

বাংলাদেশ টাইগার্স দলকে মূলত জাতীয় দলে ফেরার একটা সেতুপথই ভাবা হয়। অর্থাৎ জাতীয় দলে ব্রাত্য হলেও বিজয়ের জন্য পথটা আপাতত বন্ধ হয়ে যাচ্ছে না। বিজয় সেটা নিজেও জানেন। হয়তো ভবিষ্যতে ক্যারিয়ারে নতুন একটা মোড় দেওয়ার দিকেই নজর থাকবে তাঁর। 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link