More

Social Media

Light
Dark

হিটম্যানের হিট শো

ঘরের মাঠে বিশ্বকাপ, অথচ রোহিত শর্মার বিশ্বকাপ মিশন শুরু হয়েছে ডাক মেরে। এরপরই যেন নতুন করে সবকিছুতে শুরু করতে চাইলেন তিনি। আর সেই চাওয়ার জোরেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখালেন এই তারকা, তাঁর ব্যাটে ভর করেই বাবর আজমদের হারালো ভারত।

আহমেদাবাদে এদিন ৬৩ বলে ৮৬ রানের এক বিধ্বংসী ইনিংস এসেছে ভারত অধিনায়কের কাছ থেকে। সমান ছয়টি করে চার এবং ছক্কা দিয়ে সাজানো এই ইনিংসে স্ট্রাইক রেটে ১৩৬.৫১। রোহিতের এই আগ্রাসী ইনিংসে ম্যাচ থেকে ছিটকে পড়েছে শাহীন শাহ, রউফরা।

শাহীনকে প্রথম বলে চার মেরে শুরু করেন এই তারকা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি, মাত্র ৩৫ বলে ফিফটি তুলে নেন তিনি। দলের রানও তখন ১০০ ছুঁই ছুঁই – স্বাভাবিকভাবেই ভারতের জয় তখন নিশ্চিত হয়ে গিয়েছিল।

ads

কিন্তু রান তোলার গতি কমাননি এই ওপেনার, প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি আদায় করে দলের জয়কে ত্বরান্বিত করেন। শেষপর্যন্ত বাঁ-হাতি পাক পেসারের বলে আউট হন তিনি, তার আগে দলকে পৌঁছে দেন জয়ের একেবারে কাছাকাছি।

শাহীনের বিপক্ষে এর আগে রোহিত শর্মার পরাস্ত হওয়া হাস্যরসের সৃষ্টি করেছিল, সমালোচনাও হয়েছিল বিস্তর। কিন্তু সেসবকে উড়িয়ে দিয়েই দারুণ একটা ইনিংস উপহার দিলেন তিনি।

এর আগের ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে অতিমানবীয় পারফর্ম করেছিলেন এই ডানহাতি। সেদিন ৮৪ বলে ১৩১ রানের চোখে লেগে থাকার নত একটা ইনিংস খেলেছেন তিনি। ওপেনিংয়ে নেমে খেলেছেন ২৬তম ওভার পর্যন্ত, আর তাতেই ১৫৬ স্ট্রাইক রেটে করেছেন এবারের বৈশ্বিক আসরে নিজের প্রথম সেঞ্চুরি।

এতে অবশ্য দারুণ এক রেকর্ড লেখা হয়েছে রোহিতের নামের পাশে। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। আর আজকে গড়লেন আন্তর্জাতিক ওয়ানডেতে ৩০০ ছক্কা হাঁকানোর কীর্তি।

আগের বিশ্বকাপে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, এবারও সেদিকেই ছুটছেন রোহিত শর্মা। তিন ম্যাচে সবমিলিয়ে করেছেন ২১৭ রান – সেরা ব্যাটারের তালিকায় আছেন তিনে। আসর শেষে হয়তো আরো উপরে থাকতে চাইবেন হিটম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link