More

Social Media

Light
Dark

ছোট ফরম্যাটের বড় শিকারী

টি-টোয়েন্টি ক্রিকেটে রাজত্ব করেন ব্যাটসম্যানরা।

চার-ছক্কার এই ক্রিকেটে বোলারদের খেল দেখানোর সুযোগ কই। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাটসম্যানদের সাফল্য দেখতেই বেশি আগ্রহী দর্শকরা। এখন তো নিয়মিতই ২০০ রান হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচ গুলোতে। বোলারদের অসহায় করে ফেললেও এই ফরম্যাটের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। ক্রিকেটের বিশ্বায়নেও গুরুত্বপূর্ন ভূমিকা আছে টি-টোয়েন্টি ক্রিকেটের। তবে বোলারদের জন্য দিন দিন যেনো কঠিন হয়ে ক্রিকেট।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটেও কয়েকজন বোলার পেয়েছেন আকাশ ছোয়া সাফল্য। বোলিং স্কিলের পাশাপাশি ক্রিকেটীয় মস্তিষ্কের ব্যবহার তাদেরকে নিয়ে গিয়েছে সর্বোচ্চ শিখরে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা পাঁচ উইকেট শিকারিকে নিয়েই খেলা ৭১ এর আজকের আয়োজন। যাদের তিনজন স্পিনার এবং দুইজন অলরাউন্ডার।

ads
  • ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবীয় ক্রিকেটারদের বাজার দর বেশ চওড়া। বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে সারা বছর খেলে বেড়ান তাঁরা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা তাই চড়া দামে বিক্রি হন ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো বল হাতে ৪৭৮ ম্যাচে নিয়েছেন ৫১৮ টি-টোয়েন্টি উইকেট। সবধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে তিনিই বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে ৬২ টি উইকেট।

  • সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)

ওয়েস্ট ইন্ডিজের আরেক বোলার সুনীল নারাইন টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। সবমিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে নারাইনের উইকেট সংখ্যা ৩৯৩। এই উইকেট নিতে তিনি খেলেছেন মোট ৩৫৫ টি ট-টোয়েন্টি ম্যাচ। এরমধ্যে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৫২ টি।

  • লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সফল বোলার শ্রীলঙ্কান এই পেসার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও বেশ সফল ছিলেন তিনি। সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৩৯০। ২৯৫ টি ম্যাচ খেলে এই কীর্তি করেছিলেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর উইকেট সংখ্যা ১০৭ টি।

  • ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)

টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরও। তিনি এখন অবধি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোট ৩০৮ টি। সেখানে তাঁর উইকেট সংখ্যা ৩৮৬। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও ৩৮ ম্যাচে ৬৩ উইকেটের মালিক এই বোলার।

  • সাকিব আল হাসান (বাংলাদেশ)

এই তালিকার সর্বশেষ সংযোজন সাকিব আল হাসান। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজের সর্বশেষ ম্যাচে দুই উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছেন এই অলরাউন্ডার। সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এখন তাঁর উইকেট সংখ্যা ৩৬৯ টি। ৩২৪ ম্যাচ খেলে এই তালিকায় উঠে এসেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর ঝুলিতে আছে ৯২ টি উইকেট। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোট ৭৬ টি।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link