More

Social Media

Light
Dark

সেরা ওপেনার যারা

ওপেনারের কাজ সহজ নয়। নতুন বল মোকাবেলা করতে হয় রোজ। আবার ইনিংস বিল্ড আপ করতে হয়। ফলে, পুরনো বলের অভিজ্ঞতা, স্পিন সামলানোর ক্ষমতা, রিভার্স স্যুইং খেলার অভ্যাস – সবই দরকার। এই সব ধরণের মিশ্রন একজনের মধ্যে থাকা কঠিন। পৃথিবীর ইতিহাসেই বিরল।

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ওপেনারের জায়গাটা পাঁকা নয়। লম্বা সময় ধরে এই জায়গাটায় সার্ভিস দিচ্ছেন তামিম ইকবাল। অসংখ্যবার তাঁর সঙ্গী পাল্টানো হয়েছে। তবে, খুব কম সময়ই কেউ বড় সময় থিঁতু হতে পেরেছেন। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়রা আশা জাগিয়ে ব্যর্থ হয়েছে। তবে, এবার লিটন দাস বেশ জোরেশোরেই।

ওপেনার হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক কারা? – সেই প্রশ্নের উত্তর দিতেই আমাদের এবারের আয়োজন।

ads
  • তামিম ইকবাল

বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক কে? – এই নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই। তিনি তামিম ইকবাল। ওপেনার হিসেবে তো বটেই, ব্যাটসম্যান হিসেবেই ওয়ানডেতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান তাঁর। ক্যারিয়ারের সবগুলো ম্যাচই তিনি খেলেছেন ওপেনার হিসেবে। সেখানে ২২০ টি ইনিংসে ৭৬৯৭ রান তিনি করেছেন, ৩৫-এর ওপর গড় নিয়ে। ঝুলিতে আছে ১৪ টি সেঞ্চুরি ও ৫১ টি হাফ সেঞ্চুরি।

ওপেনার হিসেবে রানের দিক থেকে তামিমের ধারের কাছেও কেউ নেই। যদিও, সাম্প্রতিক সময়টা ভাল যাচ্ছে না তাঁর।

  • ইমরুল কায়েস

তামিম ইকবাল লম্বা সময় ধরে বাংলাদেশের ওপেনার। ওয়ানডে ফরম্যাটে তাঁর লম্বা সময়ের পার্টনার ছিলেন ইমরুল কায়েস। যদিও, রানের হিসেবে তিনি তামিমের চেয়ে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে আছেন।

ওপেনার হিসেবে ৩৫-এর ওপর গড় নিয়ে ২২১৫ রান করেছেন। ওপেনার হিসেবে চারটি সেঞ্চুরি ও ১৫ টি হাফ সেঞ্চুরি করেছেন। ইমরুলও প্রায় পুরো ক্যারিয়ারই খেলেছেন ওপেনার হিসেবে। তিন নম্বরে ১২ টা ও ছয় নম্বরে দুটি ইনিংস খেলেছেন, পেয়েছেন মাত্র একটা হাফ সেঞ্চুরি।

  • শাহরিয়ার নাফিস

তামিম পূর্ব যুগে বাংলাদেশের সেরা ওপেনার ছিলেন শাহরিয়ার নাফিস। বাঁ-হাতি এই ব্যাটসম্যান ওপেনার হিসেবে প্রায় হাজার দুয়েক রান করেছেন। তিনিও ক্যারিয়ারের প্রায় অধিকাংশ সময় ওপেনার হিসেবে খেলে গেছেন। ওপেনার হিসেবে পেয়েছেন চারটি সেঞ্চুরি ও ১১ টি হাফ সেঞ্চুরি।

ওপেনার হিসেবে রান তাঁর ১৯৯৬। গড় ৩৩.২৬। এর বাদে তিন নম্বরে সাতটি, চার নম্বরে দু’টি ও পাঁচ নম্বরে একটি ইনিংস খেলেন তিনি। এর মধ্যে তিন নম্বরে পান দু;টি হাফ সেঞ্চুরি।

  • জাভেদ ওমর বেলিম

ওপেনার হিসেবে টেস্ট যুগ আর টেস্ট পূর্ব যুগের যোগসূত্র স্থাপনে করেছিলেন জাভেদ ওমর বেলিম। ওয়ানডেতে তাঁর খেলা ৬৯ টি ইনিংসের মধ্যে ৬৭ টিতেই ইনিংসের সূচনা করেন।

সেখানে, ২৪.০৯ গড়ে পান ১২৭৭ রান। ঝুলিতে ছিল ১০ টি হাফ সেঞ্চুরি। কোনো সেঞ্চুরি পাননি।

  • লিটন দাস

বলা যায়, তামিম ইকবালের পর ওয়ানডে ওপেনার হিসেবে বাংলাদেশের সবচেয়ে সফল হলেন লিটন কুমার দাস। শুধু ওপেনার হিসেবেই তিনি করেছেন পাঁচটি সেঞ্চুরি, যেটা তামিম ইকবালের পর বাংলাদেশের সর্বোচ্চ।

৫০ টি ইনিংসের মধ্যে লিটন ৩৬ টিই খেলেছেন ওপেনার হিসেবে। সেখানে রান করেছেন ১২৪৬। ব্যাটিং গড় ৩৫.৬০। সেখানে পাঁচটি সেঞ্চুরি ছাড়াও আছে তিনটি হাফ সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে লিটনের বড় ইনিংস আর একটাই। সেটা পাঁচ নম্বর পজিশনে নেমে, ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলেন ৯৪ রানে অপরাজিত।

লেখক পরিচিতি

সম্পাদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link