More

Social Media

Light
Dark

শেষ বলের নায়ক

ফাইনালে রান তাড়া করা বরবারই চাপের। গ্যালারিভর্তি দর্শক এবং শিরোপার চাপ সামলে শেষ ওভারে দলকে জয় এনে দেয়া রীতিমতো দু:সাধ্য এক কাজ। আসুন দেখে নেয়া যাক টি টোয়েন্টি ফাইনালের শেষ বলে চাপ সামলে সর্বোচ্চ রান তাড়া করে জেতানো তিন তারকাকে।

  • দীনেশ কার্তিক বিপক্ষ বাংলাদেশ, নিদাহাস ট্রফি

শ্রীলংকায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আক্ষেপের এক নাম। ২০১৮ সালের সেবারের আসরে স্বাগতিকদের পেছনে ফেলে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ।

শুরুতে ব্যাট করতে নেমে ভারতকে ১৬৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের জন্য শেষ দুই ওভারে ৩৪ রান প্রয়োজন ছিল ভারতের।

ads

রুবেল হোসেনের ১৯তম ওভার ২২ রান তুলে জয়ের কাছাকাছি পৌঁছে গেলেও শেষ ওভারে সৌম্য সরকার খেলা জমিয়ে তোলেন। প্রথম পাঁচ বলে মাত্র সাত রান হজম করায় শেষ বলে ভারতের দরকার ছিল পাঁচ রান।

জয়ের পাল্লা বাংলাদেশের দিকে ভারী হলেও শেষ বলে কাভারের উপর দিয়ে দারুণ এক ছক্কা হাঁকিয়ে ভারতের অবিস্মরণীয় এক জয় এনে দেন দীনেশ কার্তিক। তাঁর আট বলে ২৯ রানের দুর্দান্ত ইনিংসেই সেদিন কপাল পোড়ে টাইগারদের।

  • শাহরুখ খান বিপক্ষ কর্ণাটক, সৈয়দ মুস্তাক আলী ট্রফি

২০২১ মৌসুমে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে সেবার তামিলনাড়ুর মূখোমুখি হয়েছিল কর্ণাটক। শুরুতে ব্যাট করতে নেমে তামিলনাড়ুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫১ রানের মাঝারি মানের সংগ্রহ পায় কর্ণাটক।

কিন্তু জবাব দিতে নেমে মোটেই সুবিধা করতে পারেনি তামিলনাড়ু। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপ্রকার ম্যাচ থেকে ছিটকেই গিয়েছিল তাঁরা। প্রতীকের করা শেষ ওভারে জয়ের জন্য তাঁদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬ রানে। সাই কিশোর প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেও শেষ বলের তাঁদের দরকার ছিল পাঁচ রানের।

সবাইকে চমকে দিয়ে গোটা ম্যাচে প্রায় নিষ্প্রভ থাকা শাহরুখ খান দারুণ এক ছক্কা হাঁকিয়ে দলকে এনে দেন স্মরণীয় এক জয়। বাঁহাতি প্রতীকের ফুল লেংথের বলটা স্কয়ার লেগের উপর দিয়ে সোজা গ্যালারীতে পাঠিয়ে দেন এই তারকা।

  • রবীন্দ্র জাদেজা বিপক্ষ গুজরাট টাইটান্স, ২০২৩ আইপিএল

২০২৩ আইপিএল মৌসুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স। শুরুতে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ফাইনাল গড়ায় রিজার্ভ ডেতে। শুরুতে ব্যাট করতে নেমে সাই সুদর্শনের অনবদ্য ৯৬ রানের ইনিংসে আইপিএল ফাইনাল ইতিহাসে সর্বোচ্চ ২১৪ রানের সংগ্রহ পায় গুজরাট।

জবাব দিতে নেমে বৃষ্টি বাঁধায় চেন্নাইয়ের জন্য লক্ষ্যটা গিয়ে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানের। শুরুটা দারুণ করলেও মাঝের ওভারে আফগান স্পিনার নূর আহমেদের তোপে পড়ে পথ হারায় চেন্নাই।

শেষ ওভারে জয়ের জন্য তাঁদের দরকার ছিল ১৩ রানের। মোহিত শর্মার দারুণ সব ইয়র্কারে প্রথম চার বলে মাত্র তিন রানই নিতে পেরেছিলেন জাদেজা এবং শিভাম দুবে।

কিন্তু শেষ দুই বলেই যেন খেয় হারান মোহিত আর সুযোগটা দুহাতে লুফে নেন জাদেজা। পঞ্চম বলে লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকানোর পর শেষ বলে শর্ট ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাইকে জেতান তাঁদের ইতিহাসের পঞ্চম আইপিএল শিরোপা। অন্যদিকে শিরোপার খুব কাছে গিয়েও জাদেজা ম্যাজিকে খালি হাতেই ফিরতে হয় হার্দিক পান্ডিয়ার দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link