More

Social Media

Light
Dark

শেবাগ-সৌরভের সংমিশ্রণ জয়সওয়াল!

ভারতের আগামীর গল্পে যাকে খুঁজে নিচ্ছে পুরো দেশ। বয়সভিত্তিক ক্রিকেট থেকে বিজয় হাজারে ট্রফি, এরপর আইপিএলে ব্যাটিং দ্যুতি ছড়িয়ে জশস্বী জয়সওয়াল রান ফোয়ারা ছোটাচ্ছেন জাতীয় দলে এসেও। টেস্ট ক্রিকেটের অভিষেকেই পেয়েছিলেন সেঞ্চুরি।

ব্যাট হাতে ফর্মের সেই ধারাটা এনেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও। এরই মধ্যে একবার শতরান ছাড়াও দুইবার পেরিয়েছেন পঞ্চাশের কোঠা। যার সর্বশেষটা আসলো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে।

তিরুঅনন্তপুরমে অজিদের বিপক্ষে ব্যাটংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন জশস্বী জয়সওয়াল। মাত্র ২৫ বলেই তুলে নেন অর্ধ-শতক। যদিও ৫৩ রানে আউট হয়ে ফিরেছিলেন। তবে তাঁর ব্যাটিং তাণ্ডবেই বড় সংগ্রহের ভিত্তি পেয়েছিল ভারত। জয়সওয়ালের এমন ছুটে চলায় নিশ্চিতভাবেই গর্বিত হতে পারেন কোচ জোয়ালা সিং। মুম্বাইয়ের এ কোচের ছায়াতলেই যে বড় হয়েছেন জয়সওয়াল।

ads

তরুণ এ ক্রিকেটারকে খুব কাছ থেকে দেখা জোয়ালা সিংয়ের প্রত্যাশাটা তাই আকাশ ছোঁয়া। তাঁর মতে, জয়সওয়ালে ব্যাটিং হলো সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দ্র শেবাগের সংমিশ্রণ।

এ নিয়ে ভারতের এক গণমাধ্যমে তিনি বলেন, ‘জয়সওয়াল হচ্ছে শেবাগের আধুনিক সংস্করণ। শেবাগের সময় টি-টোয়েন্টি ক্রিকেট ছিল না। কিন্তু তাঁর আক্রমণাত্বক ব্যাটিংয়ের নমুনা দেখেছে পুরো বিশ্ব। জয়সওয়ালও ঠিক এমন। শেবাগের মতো ওর দুর্দান্ত হ্যান্ড আই কোঅর্ডিনেশন আছে। তবে জয়সওয়ালের পায়ের কাজও চমৎকার।’

এরপর সৌরভ গাঙ্গুলির কথা টেনে জোয়ালা সিং বলেন, ‘জয়সওয়ালের স্কোয়ার কাট দেখলেই আপনার গাঙ্গুলির কথা মনে পড়বে। একদম অবিকল ওর মতোই এই শটটা এখন খেলে জয়সওয়াল। ওর অফসাইডে খেলা সব শটই গাঙ্গুলির মতো। আর পুল, কাটে সাদৃশ্যতা রয়েছে শেবাগের সাথে। আসলে জয়সওয়াল এই দুই ক্রিকেটারেরই একটা সংমিশ্রণ। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করে। শুরুতেই শট খেলে। যেটা দলকে এগিয়ে দিতে পারে। ভারতীয় ক্রিকেটে ওর জন্য দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link