More

Social Media

Light
Dark

বুমরাহদের পিংক বল চ্যালেঞ্জ

আগামিকাল (১২মার্চ) ব্যাঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে গোলাপি বলের টেস্টে মাঠে নামবে স্বাগতিক ভারত। তবে গুরুত্বপূর্ণ এই টেস্টকে সামনে রেখে ভারত টেস্ট দলের সহকারী অধিনায়ক জাসপ্রিত বুমরাহ জানিয়েছেন মানসিক ভাবে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে দল। নিয়মিত গোলাপি বলের টেস্ট খেলার অভ্যাস না থাকায় মূলত ফ্লাড লাইটের আলোয় টেস্ট খেলতে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার কথা জানান সাদা পোশাকে ভারতের নতুন এই সহ অধিনায়ক।

বুমরাহর মতে সব ক্রিকেটারকে মানসিক ভাবে ঠিক থাকতে হবে। তিনি বলেন, ‘পিংক বলের টেস্টের আগে মানসিক ভাবে আমাদেরকে তৈরি থাকতে হবে। ফ্লাড লাইটের আলোতে টেস্ট খেলা, ফিল্ডিং কিংবা বোলিং আমরা নিয়মিত করিনা। সবকিছু মাথায় রেখেই অনুশীলন করতে হয়। এটা এখনো অনেকটাই নতুন কিছু আমাদের জন্য। এবং আমরা চেষ্টা করছি প্রতি টেস্ট থেকেই শিক্ষা নেওয়ার।’

একই সাথে দর্শকদের উপর মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা না থাকায় প্রায় লম্বা বিরতির পর স্টেডিয়াম ভর্তি দশকের সামনে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত। ফ্লাড লাইটের আলোয় টেস্ট ম্যাচকে ঘিরে দর্শকদের মাঝেও আছে বাড়তি উত্তেজনা।

ads

২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্ট ও ২০২১ সালে আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তৃতীয়বারের মতো ঘরের মাঠে গোলাপি বলের টেস্ট খেলতে নামবে ভারত। আগের দুই টেস্টেই প্রতিপক্ষের বিপক্ষে দাপট দেখিয়েই জয় পেয়েছে ভারত। অবশ্য সবশেষ অস্ট্রেলিয়া সফরে পিংক বলেই অ্যাডিলেডে কামিন্স-স্টার্কদের সামনে মাত্র ৩৬ রানে গুড়িয়ে লজ্জার রেকর্ডে নাম লেখায় বুমরাহ-রোহিতরা। যদিও ওই সিরিজ পরবর্তীতে দাপট দেখিয়েই জয় পায় ভারত।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিয়ে বুমরাহ বলেন, ‘এটা যার যার উপর নির্ভর করে। গোলাপি বলটা একটু ভিন্ন। স্পিন, পেস, ম্যুভমেন্ট সবকিছুই ভিন্ন। ডে/নাইট টেস্টের সময়ও আলাদা। প্রথম সেশনে বোলাররা হয়তো খুব বেশি সুবিধা পাবে না। তবে ফ্লাড লাইটের আলোয় বল ম্যুভ করবে অনেক। আমরা ভিন্ন ভিন্ন ভেন্যুতে গোলাপি বলে খেলেছি।’

প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ১২২ রানের বিশাল জয় পায় ভারত। মোহালিতে ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ ওভার বল করেন বুমরাহ। এর কারণ হিসেবে জানিয়েছেন স্পিনাররাই মূল দায়িত্ব নিয়ে সেটি পালন করেছে। স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে সহজেই ম্যাচ জিতে ভারত। রবীন্দ্র জাদেজার রেকর্ডগড়া ১৭৫ রানের ইনিংসের পর বল হাতে দুই ইনিংসে ৯ উইকেট শিকারে ভারতের কাছে পাত্তাই পায়নি লঙ্কানরা।

সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। এরপর শ্রীলঙ্কা সফরের আগে স্থায়ী ভাবে তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব পান রোহিত শর্মা। টেস্ট ফরম্যাটে রোহিতের ডেপুটি হিসেবে নতুন দায়িত্ব পান পেসার জাসপ্রিত বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link