More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

হ্যারি কেন, দল-বদলের হট কেক

টটেনহ্যামে হটস্পারেই কি শেষ করবেন ক্যারিয়ার? এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি প্রায়ই। তবে, এবার সম্ভবত মোক্ষম একটা উত্তর আসতে চলেছে।

বেশ কিছুদিন ধরে ট্রান্সফার মার্কেটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনকে নিয়ে বেশ আলোচনা চলছে। কিছু কিছু শীর্ষ ইউরোপীয়ান ক্লাব বিশ্বাস করে এবারের গ্রীষ্মেই টটেনহ্যাম তাদের সবচেয়ে বড় তারকাকে ছেড়ে দিবে। যদিও টটেনহ্যামের পক্ষ থেকে জানানো হয়েছে কেনকে ঘিরে কোনো ধরণের প্রস্তাবেই তারা আগ্রহী নয়।

ইতোমধ্যেই কেনের জন্য বায়ার্ন মিউনিখের দেয়া দুটি প্রস্তাব নাকচ করে দিয়েছে টটেনহ্যাম। ২৯ বছর বয়সী কেনকে দলে ভেড়াতে নাছোড়বান্দা বায়ার্ন তৃতীয় প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে। এ ব্যপারে তারা টনেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভাইয়ের সাথেও সাক্ষাৎ করেছে।

ads

এদিকে প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও কেনের প্রতি আগ্রহ জানিয়েছিল। কিন্তু, কেনের জন্য স্পার্সদের দাবীকৃত অর্থের পরিমান জেনে তারা পিছিয়ে এসেছে।

আগামী গ্রীষ্মে টটেনহ্যামের সাথে ইংলিশ অধিনায়কের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। টটেনহ্যাম জানিয়েছে কেনের সাথে তারা শেষ বছরটা একসাথে কাটাতে চায়। তবে এতে জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে পরিনত হবার ঝুঁকি থেকে যায়। আর সেটা হলে খালি হাতেই দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়তে বাধ্য হবে টটেনহ্যাম।

২০১৯-২০ মৌসুমে টটেনহ্যাম ক্রিস্টিয়ান এরিকসেনকে নিয়ে একই পরিস্থিতিতে পড়েছিল। জানুয়ারি পর্যন্ত তারা ড্যানিশ এই মিডফিল্ডারকে আটকে রেখে শেষ পর্যন্ত ফ্রি ট্রান্সফারে ইন্টার মিলানের কাছে ছাড়তে বাধ্য হয়।

কিন্তু, কেনের মত একজন খেলোয়াড়কে ছাড়তে গিয়ে সুযোগ হারাতে চায়না টটেনহ্যাম। শেষ পর্যন্ত কেনকে ছেড়ে দিলে তার স্থানে ইউরোপের শীর্ষসারির কোন স্ট্রাইকারকে দলে ভেড়াতে চায় স্পার্সরা। ইতোমধ্যেই জুভেন্টাসের ২৩ বছর বয়সী সার্বিয়ান স্ট্রাইবার ডুসান ভ্লাহোভিচ, এইনট্রাখট ফ্রাংকফুর্টের ২৪ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড রানডাল কোলো মুয়ানির দিকে নজড় দিয়েছে টটেনহ্যাম।

যদিও, এই দুজনের দিকেই মনোযোগী হয়েছে বায়ার্ন মিউনিখ। কিন্তু জার্মান চ্যাম্পিয়নদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছেন কেন। এদিকে পিএসজিও যদি শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখতে না পারে তবে তারাও নতুন কোন স্ট্রাইকারের দিকে হাত বাড়াবে। এক্ষেত্রে শীর্ষ ক্লাবগুলোতে এবারের ট্রান্সফার মার্কেটে স্ট্রাইকাররা সবচেয়ে বেশী আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link