More

Social Media

Light
Dark

হাল্যান্ডের দাম এখন ১০০০ কোটি ইউরো!

ইউরোপিয়ান ফুটবলে যারা চোখ রাখেন, তাদের এজেন্ট, সুপার এজেন্ট সম্পর্কে অল্পবিস্তর ধারণা থাকার কথা। মূলত দল বদলের বাজারে একজন ফুটবলারের ভাগ্য নির্ধারণ করে থাকেন এজেন্টরা।

ফুটবল ইতিহাসে আলোচিত এজেন্ট হিসেবে মিনো রাইওলা নামটা বেশ সুপরিচিত। ইব্রাহোমোভিচ, পল পগবা, দোনারোমা কিংবা হালের নতুন সেনসেশন আর্লিং হাল্যান্ডের সুপার এজেন্ট ছিলেন তিনি। কিন্তু গত বছরের মে-তে এই ফুটবল এজেন্টের পরলোকগমন হয়। এরপর তাঁর জায়গায় দায়িত্ব নেন রাফায়েলা পিমেনটা।

দীর্ঘ ২০ বছর মিনো রাইওলার সহকারী ছিলেন পিমেনটা। রাইওলা চলে যাওয়ার পর তাঁর দেখানো পথে এবার হেঁটেছেন পিমেনটা। সুপার এজেন্ট হিসেবে এবার তাঁর আগমন ঘটেছে।

ads

আর সুপার এজেন্ট হয়েই এক ফুটবলারের জন্য আকাশছোঁয়া বাজারমূল্য নির্ধারণ করেছেন তিনি। সেই ফুটবলারটি হচ্ছেন ম্যানসিটি’র আর্লিং হাল্যান্ড। সবশেষ খবর বলছে, ম্যানসিটির এ স্ট্রাইকারের জন্য দলবদলের বাজারে ১ বিলিয়ন ইউরো বাজারমূল্য নির্ধারণ করেছেন তাঁর এজেন্ট রাফায়েলা পিমেনটা।

ইংলিশ গণমাধ্যমে সেটি নিশ্চিত করেই পিমেনটা বলেছেন, ‘হাল্যান্ডের বাজারমূল্য এখন এক বিলিয়ন ইউরো। এটা কোনো অনুমান নয়, আমি নিশ্চিত করেই বলছি। আমি জানি, এই অর্থ যে কোনো ক্লাবের জন্য অসম্ভব। তবে হাল্যান্ডের যেমন বয়স, ফর্ম, প্রতিভা তাতে ভবিষ্যতে এমন বাজার দরই তাঁর হওয়া উচিৎ। কে জানে, হাল্যান্ডের জন্য এমন একটা ভবিষ্যৎ হয়তো অপেক্ষা করছে। দল বাদালের বাজার তো সময়ের ব্যবধানে অনেক পাল্টে গিয়েছে। তাই কোনো কিছুই অসম্ভব নয়।’

পিমেনটার এমন চড়ামূল্য নির্ধারণের পিছনে অবশ্য হাল্যান্ডের সাম্প্রতিক ফর্মই বেশি ভূমিকা রেখেছে। ম্যানসিটির জার্সি গায়ে এরই মধ্যে ৩২ গোল করে ফেলেছেন এ নরওইয়ান স্ট্রাইকার। এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে যেভাবে তিনি ছুটছেন তাতে আগের সব রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। লিগে কেবল ২৩ টা ম্যাচ খেলেছেন, এর মাঝেই তাঁর পা থেকে এসেছে ২৬ গোল। রেকর্ড থেকে আর মাত্র ৮ গোল দূরে আছেন তিনি।

হাল্যান্ডের এজেন্ট পিমেনটা তাঁর পূর্বসুরি মিনো রাইওলার মতোই অল্প সময়ের মধ্যে বেশ দক্ষতা দেখাচ্ছেন। রাইওলার মতো তিনিও এই মুহূর্তে একই সাথে বেশ ক’জন ফুটবলারের এজেন্ট। এর মধ্যে অন্যতম ইতালিয়ান ফুটবলার মার্কো ভেরাত্তি।

ভেরাত্তি কি পিএসজিতেই থাকবেন নাকি ছেড়ে দিবেন, এমন একটা দ্বিধা অনেকের মাঝেই ছিল। কিন্তু পিমেনটা সেই জট খুলে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভেরাত্তি এখন পর্যন্ত পিএসজিতে ভাল আছেন। তাই আপাতত দল ছাড়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।

রাফায়েলা পিমেনটা এই মুহূর্তে প্রায় গোটা বিশেক ফুটবলারের এজেন্ট হিসেবে কাজ করছেন। সেই তালিকায় হাল্যান্ড, ভেরাত্তি ছাড়াও রয়েছে ম্যাথু ডি লিট, জিয়ানলুইজি দোনারোমা, জ্বলাতান ইব্রাহোমোভিচ, পল পগমা, ডামফ্রাইজের মতো ফুটবলাররা।

রাফায়েল পিমেনটা ক্যারিয়ার শুরু করেছিলেন আইনজীবী হিসেবে। ২০০৪ সালে এ ব্রাজিলিয়ান মিনো রাইওলার সহকারী হিসেবে ফুটবলের ট্রান্সফার মার্কেটে কাজ শুরু করেন। রাইওলার মৃত্যুর পর এই মুহূর্তে তাকে ফুটবল অঙ্গনের প্রভাবশালী এজেন্ট ভাবা হচ্ছে। সেই ধারাবাহিকতায় গত বছর গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা ট্রান্সফার ডিলের পুরস্কার ওঠে তাঁর হাতে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link