More

Social Media

Light
Dark

যৌন নিপীড়ন, সিডনিতে গ্রেফতার গুনাথিলাকা

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা শ্রীলঙ্কার ক্রিকেট সমর্থকরা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে। কেননা বিশ্বকাপের আগে তাদের এশিয়া কাপ জয় যেন সমর্থকদের প্রত্যাশার পারদকে আরও একটু উঁচু করে দিয়েছিল। কিন্তু, শ্রীলঙ্কার ক্রিকেট দলের পারফরম্যান্স যেন সেই প্রত্যাশার থেকে সম্পূর্ণ বিপরীতমুখীই  হল। নামিবিয়ার সাথে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু, এরপর সুপার টুয়েলভে উঠতে না পারার শঙ্কা জাগে।

সেই শঙ্কা কাটিয়ে সুপার টুয়েলভে উঠলেও নিষ্প্র্রভই ছিল দাসুন শানাকার দল। বাদ পড়েছে সেমিফাইনালের আগেই। সেই সাথে এবার শ্রীলঙ্কান সমর্থকদের আরও একটি খারাপ খবর শুনতে হল। এবার শ্রীলঙ্কার ওপেনার ব্যাটসম্যান দানুশকা গুণাথিলাকাকে গ্রেফতারের কথা জানিয়েছে সিডনির স্থানীয় পুলিশ। সিডনির পুলিশের বরাত দিয়ে জানা যায়, গুনাথিলাকাকে তারা স্থানীয় এক নারীকে যৌন হয়রানির অভিযোগে রবিবার শ্রীলঙ্কার টিম হোটেল থেকে গ্রেফতার করেছে।

ads

সিডনির পুলিশ আরও জানায়, ২৯ বছর বয়সী এক নারী যৌন হয়রানির অভিযোগ জানায় গুনাথিলাকার বিরুদ্ধে। পুলিশ আরও জানায় সেই নারীর সাথে গুনাথিলাকার একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমের পরিচয় হয়। পরবর্তীতে  দুই নভেম্বর বুধবার সন্ধ্যায় গুণাথিলাকা ঐ নারীকে যৌন হয়রানি করে বলে জানিয়েছে সিডনির পুলিশ। ইতোমধ্যে, অভিযোগের ভিত্তিতে গুণাথিলাকার বাসস্থানে অভিযান চালিয়েছে বলে জানায় নিউ সাউথ ওয়েলস পুলিশ।

গুণাথিলাকা শ্রীলঙ্কার হয়ে এই বিশ্বকাপে সুপার টুয়েলভে কোন ম্যাচ খেলেনি, শ্রীলঙ্কার বাছাইপর্ব চলাকালীন সময়েই গুণাথিলাকা হ্যামস্ট্রিং ইনজুুরিতে পরে সেখানেই গুণাথিলাকার বিশ্বকাপ শেষ হয়ে যায়। তবুও তিনি বিশ্বকাপ চলাকালীন পুরোটা সময় শ্রীলঙ্কান দলের সাথেই ছিলেন।

২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেক হয় গুনাথিলাকার। জাতীয় দলের হয়ে খেলেছেন আটটি টেস্ট, ৪৭ টি ওয়ানডে ও ৪৬ টি টি-টোয়েন্টি ম্যাচ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link