More

Social Media

Light
Dark

গুলবাদিনের ত্রাসে ছত্রখান অজিরা

দুই বাহু উচিয়ে শক্তিমত্তার প্রদর্শন, এমন উদযাপন যেন গুলবাদিন নাইবের সাথেই মানায়। আফগান এই অলরাউন্ডার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সেরা সময় কাটাচ্ছেন। সুপার এইটের মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেললেন চোখে চোখ রেখে। ধসিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার।

আফগানরা বেশ ভালোভাবেই আয়ত্ব করেছে টি-টোয়েন্টির পাঠ। প্রতি ম্যাচেই দিয়ে যাচ্ছে সেটার প্রমাণ। গুরুত্বপূর্ণ ম্যাচে কিভাবে স্নায়ু চাপ নিয়ন্ত্রণে রেখে নিজেদের দখলে আনতে হয় সেটার প্রমাণ রাখেলেন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। খোদ প্যাট কামিন্সরাই যেন আফগানদের মোকাবেলা করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেললেন।

১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অজিরা। সময়ের সাথে সাথে তাঁদের চেপে ধরতে থাকে আফগান বোলাররা। তবে বোলিংয়ের আসল কাজটা করে দেন গুলবাদিন নাইব। আফগান দলপতি রশীদ খান সাত বোলার ব্যবহার করার পর বোলিংয়ে ডাক আসে নাইবের। তারপরেই শুরু হয়ে তাঁর চমক।

ads

বল হাতে এসেছেন তো উইকেট পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে নাইবের বোলিং ইনিংসটা অনেকটা এমনই ছিল। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ৫ ইকোনমিতে খরচ করেন মাত্র ২০ রান। একে একে তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট।

যেখানে মার্কাস স্টোয়িনিস, টিম ডেভিড ছাড়াও  ছিল গতবছর আফগানদের বিপক্ষে ২০০ রানের বিধ্বংসী ইনিংস খেলা গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। প্যাট কামিন্সকে তো স্লো বলে বোকা বানিয়ে বোল্ড আউটই করে দিলেন নাইব। আর তখনই মূলত অস্ট্রেলিয়ার ইনিংসের সমাপ্তি রেখা দৃশ্যমান হয়ে যায়।

পুরো ম্যাচ জুড়ে এই আফগান খেলে গিয়েছেন অত্যন্ত সাহসিকতার সাথে। ভয়, আশংকাকে যেন শত মাইল দূরেই রেখে এসেছিলেন নাইব। বরং অজি ব্যাটাররাদেরই রীতিমত বেগ পেতে হয়েছে নাইবের সামনে দাঁড়াতে। তাছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ঐতিহাসিক জয়ে আফগানদের সেমিফাইনালে যাওয়ার পথটা আরো মসৃণই হয়ে গেল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link