More

Social Media

Light
Dark

বিয়ের জন্য…

প্রায় দুই যুগ বাদের পাকিস্তান প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে আতিথিয়তা দিতে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ছিল বেশ কিছু বছর নির্বাসনে। সেই নির্বাসনের অবসান হয়েছে। পাকিস্তান অতিথিদের নিরাপত্তার জন্য়ে সদা সচেষ্ট। তাই হয়ত বাংলাদেশে আসা নিয়ে নিরাপত্তা ইস্যুতে টালবাহানা করা অজিরা রাজি হয়েছে পাকিস্তানে গিয়ে টেস্ট খেলতে।

এত দীর্ঘ অপেক্ষার পর অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিয়ে আলাদা উত্তেজনার সৃষ্টি হয়েছিল পাকিস্তান ক্রিকেটে। ইতিমধ্যে ঘোষণাও এসেছে পূর্ণ শক্তির দল নিয়েই সফরে আসবে অস্ট্রেলিয়া। তবে খুব সম্ভব অজি মারকুটে ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল থাকবেন না এই সিরিজে।

আগামী বছরের মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ। কিন্তু সে সময়েই বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে ম্যাক্সওয়েলের। এর আগে কোভিড মহামারীর নানারকম বিধিনিষেধের কারণে বিয়ের তারিখ পিছিয়ে অবশেষে সেই ২০২২ এর মার্চে গিয়েই ঠেকেছে। এমতবস্থায় ম্যাক্সওয়েল রয়েছেন দ্বিধায়।

ads

নিস:ন্দেহে ম্যাক্সওয়েল অজিদের একজন সেরা অস্ত্র। অন্তত ক্রিকেটের লিমিটেড ওভার ফরম্যাটে। আগামী বছরের ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া সিরিজকে কেন্দ্র করে ম্যাক্সওয়েল বলেন, ‘পাকিস্তানে ট্যুর করতে যাওয়া অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। আমার যতটুকু মনে পড়ে আমরা শেষ ১৯৯৮ তে সেখানে খেলতে গিয়েছিলাম।’

তারপর তিনি আসন্ন পাকিস্তান সিরিজ খেলতে যাবেন কি না সে প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘আমি সেখানে যাবো কি না যাবো না সেটা নির্ভর করে আমার বাগদত্তার উপর। সিরিজের সময় আমাদের বিয়ের অনুষ্ঠান হবার দিনক্ষণ ঠিক করা হয়েছে। সুতরাং এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর দেওয়ার আমি উপযুক্ত ব্যক্তি নই।’

তাঁর বাগদত্তা স্ত্রী তাঁকে কি সুযোগ দেবেন কি না সেই প্রশ্নের উত্তরে সরাসরি না বলে তিনি জানান ইতোপূর্বেই তাঁদের বিয়ে বেশ ক’বার পিছিয়ে যাওয়ার দরুণ তাঁর হবু স্ত্রী ভিনি রামান আবারো বিয়ে পেছানোর ক্ষেত্রে অনুমতি দেবেন না। পাকিস্তান সিরিজের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

এ বছরের আইপিএলে ফর্মে থাকা ম্যাক্সওয়েলের বিধ্বংসী রুপের দেখা মেলেনি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে। তেমন সুযোগই হয়ে ওঠেনি তাঁর। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলেন অপরাজিত কোন রান না করেই। এ বিষয়ে ম্যাক্সওয়েল কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, ‘আপনারা খেয়াল করেছেন কি না জানিনা তবে আমি পরপর দুই ম্যাচে অপরাজিত ছিলাম যা আমার ক্যারিয়ারে বিরল। আমার উইকেটে অধিক সময় না থাকা থেকে বোঝা যায় আমাদের টপ অর্ডার যথেষ্ট ভাল করছে।’

আগামী ১১ নভেম্বর বাংলাদেশ সময় রাত আটটায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকা পাকিস্তান ও ম্যাক্সওয়েলের অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link