More

Social Media

Light
Dark

আইপিএল অভিষেক ও আলোড়ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল নতুন করে আর এই টুর্নামেন্ট সম্পর্কে বলার কিছু নেই। বর্তমান সময়ের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ গুলোর একটি। আর প্রথম আসর থেকেই এই আইপিএল তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণে মঞ্চ হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেটে অবদান রেখে যাচ্ছে।

এবারও বেশ কিছু তরুণ খেলোয়াড় অপেক্ষায় রয়েছে নিজেদের প্রমাণ করতে। বিশ্বের নানা প্রান্তের তারকা খেলোয়াড়দের মিলনমেলায় নিজের প্রতিভার প্রদর্শন করাটাও তো এক বিশাল বড় প্রাপ্তি। তাছাড়া জাতীয় দলের নির্বাচকদের রাডারে চলে আসারও বিশাল বড় এক সুযোগ। নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখার অপেক্ষায় থাকা তরুণ ক্রিকেটারদের নিয়েই থাকছে আজকের আলোচনা।

  • ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)

ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বেশ একটা সোরগোল ফেলে দিয়েছেন সদ্যই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম করা ডেওয়াল্ড ব্রেভিস। তাঁর ভাল পারফর্মেন্স ছাড়াও তিনি বেশি আলো কেড়েছেন নিজের ব্যাটিং অ্যাকশনের জন্যে। তাঁর ব্যাটিং যেন হুবুহু প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের প্রতিচ্ছবি। তাই তাঁকে নিয়ে প্রত্যাশার শেষ নেই সকলের।

ads

এবারের আসরে ডেওয়াল্ড ব্রেভিস মুম্বাই ইন্ডিয়ান্সের ডেরায় রয়েছেন। ‘বেবি এবি’ তকমা পেয়ে যাওয়া ব্রেভিস সুযোগের অপেক্ষায় থাকবেন। আর গুটিগুটি পায়ে এবি ডি ভিলিয়ার্সের পথ অনুসরণ করে হয়ে যাবেন আরেক কিংবদন্তি। সে কাজটা তিনি করতে পারেন কিনা তা হয়ত সময় বলে দেবে। তবে তরুণ এবং সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে তাঁর দিকে এবার একটা বাড়তি নজর থাকবে তা নিশ্চিত।

  • রাজবর্ধন হ্যাঙ্গারকার (ভারত)

ভারতের যুব দল তাঁদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে। আর সে দলে গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় ছিলেন রাজবর্ধন হ্যাঙ্গারকার। কার্য্যকর এক অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে সর্বোচ্চটুকু নিশ্চয়ই দিতে চাইবেন যুবাদের বিশ্বকাপ জেতা রাজ। সেই সম্ভাবনা আন্দাজ করতে পেরেই তাঁকে এবারে আইপিএলে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

আইপিএলের অন্যতম সফল এক ও সফল অধিনায়কের অধীনে রাজবর্ধন নিজের প্রতিভা বিকাশ করতে পারবে সেটা আন্দাজ করেই নেওয়া যায়। তাছাড়া মিডিয়াম পেস বোলিং এই অলরাউন্ডার নিয়মিত সুযোগও পেতেন পারেন শুরুর একাদশে। দীপক চাহারের অবর্তমানের তাঁর উপর বাড়তি এক দায়িত্বও এসে পড়েতে পারে।

  • ইয়াশ ধুল (ভারত)

অনূর্ধ্ব ১৯ থেকেই শিরোপা জেতার স্বাদটা পেয়ে গিয়েছেন ভারতীয় তরুণ ব্যাটার ইয়াশ ধুল। তাছাড়া নেতৃত্ব দেওয়ার বলিষ্ঠ গুণও নিজের মধ্যে ধারণ করেন এই তরুণ। ভারত যুব দলকে নেতৃত্ব দিয়ে পঞ্চম যুব বিশ্বকাপটা জিতিয়েছেন ইয়াশ ধুল। শুধু যে অধিনায়কত্বই তাঁর গুণ তা নয়।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাঁর ব্যাটটাও চলেছে সমানতালে। ইতোমধ্যে ভারতের আগামী দিনের কাণ্ডারি ভাবা হচ্ছে তাঁকে। ইয়াশকে তাঁর ভিত্তিমূল্যের কয়েকগুণ বেশি অর্থ ব্যয় করে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ব্যাট করার পাশাপাশি অফ স্পিন বলটাও করতে জানেন ইয়াশ। সুতরাং ‘কমপ্লিট প্যাকেজ’ হিসেবে ইয়াশ ধুল এবারের আইপিএলে পারফর্ম করবে এমনটাই প্রত্যাশা সকলের।

  • অভিনব মনোহার (ভারত)

ভারতের কর্ণাটকের ছেলে অভিনব মনোহার। নিজের পেশি শক্তির জন্যে বেশ প্রসিদ্ধ ২৭ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার। কর্ণাটকের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দ্যুতি ছড়িয়েছেন মনোহার। একজন পিঞ্চ হিটার হিসেবে দারুণ পারফর্ম করার সম্ভাবনা রয়েছে অভিনবের। তাঁর মধ্যে থাকা সম্ভাবনা উপলব্ধি করতে পেরেই তাঁকে দলে ভিড়িয়েছে নবাগত দল গুজরাট টাইটান্স।

  • রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

টি-টোয়েন্টি ক্রিকেটে পেশিশক্তির বেশ একটা গুরুত্ব রয়েছে। সেদিক থেকে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের কদর রয়েছে। তেমনই এক খেলোয়াড় রভম্যান পাওয়েল। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতকের দেখাও পেয়েছেন পাওয়েল।

২০১৭ সালে তিনি কলকাতা নাইট রাইডার্স শিবিরে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০১৮ আসরে ছিলেন অবিক্রীত। এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে তাঁর অভিষেক হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বাড়তি একটা নজর আকর্ষণ করতে চলেছেন রভম্যান পাওয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link