More

Social Media

Light
Dark

নতুন দিনের জয়োগান গাইছেন গিল-জয়সওয়াল

আগের তিন ম্যাচে যাই হোক না কেন, চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে খড়কুটোর মতো ভাসিয়ে দিয়েছে ভারত। দুই ওপেনার শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের অনবদ্য ব্যাটিংয়ে দশ উইকেটের বিশাল জয় পেয়েছে তাঁরা।

অধিনায়ক শুভমান অপরাজিত ছিলেন ৫৮ রানে, অন্যদিকে জয়সওয়াল করেছেন ৯৩ রান। এরই সুবাদে ২৮ বল হাতে রেখে নির্ধারিত লক্ষ্য টপকানো সম্ভব হয়েছে।

শুধু তাই নয়, রেকর্ড বইয়েও ঝড় তুলেছেন এই দুই ওপেনার। সংক্ষিপ্ততম ফরম্যাটে রান তাড়া করার ক্ষেত্রে তাঁদের ১৫৬ রানের জুটি ভারতীয় ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ জুটির রেকর্ডও অবশ্য তাঁদের দখলে, গত বছর ওয়েস্ট ইন্ডিজের তাঁরা কোন উইকেট হারানোর আগেই স্কোরবোর্ডে যোগ করেছিলেন ১৬৫ রান।

ads

এছাড়া ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে ১৫০ ঊর্ধ্বো রানের ওপেনিং জুটির ঘটনা এই নিয়ে পঞ্চমবার ঘটলো। এর আগে কেবল রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের দু’বার এমন মাইলফলক স্পর্শের কীর্তি ছিল, এবার তাঁদের ছুঁয়ে ফেললেন গিল এবং জয়সওয়াল।

আবার কোন উইকেট না হারিয়ে ১৫০ রানের বেশি তাড়া করে জয়ের ক্ষেত্রেও এটি পঞ্চম উদাহরণ। এই পাঁচবারের মধ্যে ভারত অবশ্য দুইবার-ই পরাজিত দল ছিল; এবারই প্রথম তাঁরা ১৫০+ রানের লক্ষ্য কোন উইকেট হারিয়ে টপকাতে সম্ভব হয়েছে।

বলতেই হয়, তারুণ্যে নির্ভর দলটা গৌরবের একটা বদ্ধ দরজা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। হয়তো আগামী দিনে তুলনামূলক বড় দলগুলোকেও এভাবে উড়িয়ে দিবে তাঁরা।

বিরাট কোহলি আর রোহিত শর্মা যুগের অবসান ঘটতেই তাঁদের জায়গা দখল করে নিয়েছেন দুই তরুণ। ভারতের পাইপলাইন কতটা শক্তিশালী সেটা যেমন এতে স্পষ্ট হয়ে উঠেছে, তেমনি দু’জনের সামর্থ্য নতুন করে প্রমাণিত হয়েছে সমর্থকদের কাছে। ভবিষ্যতে এরা-ই নেতৃত্ব দিবেন ব্যাটিং লাইনআপকে, এমনটা ভেবে নিশ্চিন্তে থাকা যেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link