More

Social Media

Light
Dark

কোন অংকে জার্মানি নক-আউটে যেতে পারবে?

মাঠে নামার হিসাবটা ছিল পরিস্কার। স্পেন জিতলে সরাসরি চলে যাবে দ্বিতীয় পর্বে। এক ম্যাচ হাতে রেখেই। আর সেক্ষেত্রে বাদ পড়ার দুয়ারে জার্মানি, চার বারের বিশ্বচ্যাম্পিয়ন। আর জার্মানরা জিতলে দু’দলকেই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের।

তবে, সেই লড়াইটার নিষ্পত্তি হল ড্র-তে। ফলে, পয়েন্ট ভাগাভাগি করে নিতে হল। এখন স্পেন গ্রুপের পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকলেও নিশ্চিত করতে পারেনি দ্বিতীয় পর্ব। সবাইকেই আসলে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের জন্য। বিশেষ করে জার্মানির জন্য অপেক্ষা করছে বেশ জটিল সমীকরণ।

প্রথমত অবশ্যই লিগ পর্বের শেষ ম্যাচ জিততে হবে জার্মানিকে। আর জাপানকে হারতে হবে স্পেনের সাথে। স্পেনের জয় প্রার্থনাই করতে হবে হ্যান্সি ফ্লিকের দলকে।  সেক্ষেত্রে কোস্টারিকাকে হারিয়ে দিলে জার্মানির পয়েন্ট হবে চার। স্পেনের ঝুলিতে থাকবে সাত। জাপান ও কোস্টারিকা তিন পয়েন্টেই আটকে থাকবে। ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬-তে যাবে জার্মানি।

ads

তবে, স্পেন ড্র করলে সংকটে পড়বে জার্মানি। তখন গোল পার্থক্য বিবেচনা করা হবে। যদি স্পেন ও জাপানের ম্যাচ ড্র হয়, আর জার্মানি যদি জেতে, তাহলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট হবে চার। জাপানের পয়েন্টও হবে চার। জাপানের যেহেতু গোল পার্থক্য শূন্য আছে, তাই শেষ ম্যাচে ড্র করলে গোল পার্থক্য সেটাই থাকবে। জার্মানির গোল ব্যবধান এখন -১। তাহলে কোস্টারিকাকে ন্যূনতম ২-০ গোলে হারাতেই হবে জার্মানিকে।

এবার তৃতীয় সমীকরণ। এবার যদি স্পেন হেরে যায় জাপানের কাছে, তাহলে কি হবে? তখনও, কাগজে কলমে একটা সুযোগ থাকবেই জার্মান ইঞ্জিনের। জিতে গেলে এশিয়ান শক্তিদের পয়েন্ট হবে ছয়। গ্রুপের সেরা দল হয়ে তাঁরা যাবে দ্বিতীয় পর্বে। স্পেনের পয়েন্ট চার, কোস্টারিকাকে হারালে জার্মানির পয়েন্টও চার। তখন আসবে গোল ব্যবধানের প্রসঙ্গ। সেখানে স্পেনের গোল ব্যবধান এখন সাত। মানে, এই সমীকরণে কোস্টারিকাকে বিরাট ব্যবধানে হারাতেই হবে জার্মানিকে।

এক্ষেত্রে আবার একটু যদি-কিন্তু আছে। দু’দলের গোল ব্যবধান সমান হয়ে গেলে কি হবে? তখন দেখা হবে গোল দেওয়ার ক্ষেত্রে কে এগিয়ে। সেটাতেও সমতায় থাকলে দেখা হবে ফেয়ার প্লে-তে কে এগিয়ে। মানে যে যত কম কার্ড পেয়েছে – তারা যাবে দ্বিতীয় পর্বে।

তবে, আপাতত বাস্তবতা হল দুই ম্যাচে মাত্র একটি ড্র নিয়ে ‘ই’ গ্রুপে সবার পরে আছে জার্মানি। আর এই সমীকরণগুলো তবেই কাজ করবে যদি, জার্মানি জিতে যায়। তা না হলে সবই বৃথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link